• শুক্রবার ০৩ মে ২০২৪ ||

  • বৈশাখ ২০ ১৪৩১

  • || ২৩ শাওয়াল ১৪৪৫

স্বামীর আসনে স্বতন্ত্র প্রার্থীর মনোনয়ন নিলেন যুবলীগ নেত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ নভেম্বর ২০২৩  

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে নীলফামারী-৩ (জলঢাকা) আসনে মনোনয়নপত্র দাখিল করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফা।

গতকাল বুধবার (২৯ নভেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে সহকারী রিটার্নিং কর্মকর্তা ও উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ময়নুল ইসলামের কাছে মনোনয়নপত্র দাখিল করেন।

একই দিন ওই আসনে প্রতিদ্বন্দ্বিতা করতে সহকারী রিটার্নিং কর্মকর্তার কার্যালয় থেকে মনোনয়নপত্র সংগ্রহ করেছেন আওয়ামী লীগ মনোনীত প্রার্থী বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক গোলাম মোস্তফার স্ত্রী মার্জিয়া সুলতানা। তিনি নীলফামারী জেলা যুবলীগের সহ-সভাপতি।

এছাড়া ওই আসনে অধ্যাপক গোলাম মোস্তফার বিপরীতে মনোয়নপত্র সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ শামীম, যুবলীগের কেন্দ্রীয় কমিটির ত্রাণ ও সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক সাদ্দাম হোসেন পাভেল, বঙ্গবন্ধু পরিষদ নীলফামারী জেলা শাখার সদস্য সচিব মো. রোকনুজ্জামান জুয়েল, জলঢাকা উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক হুকুম আলী।

একই আসনে স্ত্রী মার্জিয়া সুলতানার মনোনয়ন সংগ্রহের বিষয়ে জানতে চাইলে আ. লীগের মনোনীত প্রার্থী সাবেক সংসদ সদস্য গোলাম মোস্তফা বলেন, ‘কোনো কারণে মনোনয়ন বাতিল হলে প্রার্থিতা বাতিল হবে। এ কারণে ডামি প্রার্থী হিসেবে আমার স্ত্রীসহ আরও কয়েকজন নেতা মনোনয়নপত্র নিয়েছেন। তারা মনোনয়ন দাখিল করবেন কি-না তা এখনো সিদ্ধান্ত হয়নি।