• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

নীলফামারীতে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৪ ডিসেম্বর ২০২৩  

নীলফামারী সদর ও সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে ২ জনের মৃত্যু হয়েছে। মৃত ব্যক্তিরা হলো নীলফামারী সদর উপজেলার সোনারায় ইউনিয়নের ঘোনপাড়ার মৃত জবান আলীর ছেলে ফজলার রহমান (৬০) ও সৈয়দপুর উপজেলার মুন্সিপাড়া গ্রামের আবেদ আলীর ছেলে জায়েদ (৫৫)।

সৈয়দপুর রেলওয়ে থানার সূত্র মতে, রবিবার দুপুরে সৈয়দপুর রেলওয়ে ষ্টেশনের অদুরে পাবলিক টয়লেটের কাছে রেললাইন পারাপারের সময় রাজশাহী থেকে চিলাহাটি গামী তিতুমীর এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে জায়েদ ও একই দিন সকালে  দারোয়ারী খয়রাত নগর এলাকায় চিলাহাটি থেকে ছেড়ে আসা চিলাহাটি এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ফজলার রহমানের মৃত্যু হয়।

সৈয়দপুর রেলওয়ে থানার ওসি সাকিউল আযম ট্রেনে কাটা পড়ে মৃত্যুর ঘটনাটি নিশ্চিত করে বলেন, আইনী প্রক্রিয়া শেষে মৃত্যু ব্যক্তিদের লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।