• শনিবার ১৮ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৪ ১৪৩১

  • || ০৯ জ্বিলকদ ১৪৪৫

নীলফামারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ডিসেম্বর ২০২৩  

‘উন্নয়ন শান্তি ও নিরাপত্তার লক্ষ্যে দুর্নীতির বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধ’  প্রতিপাদ্যে নীলফামারীতে আন্তর্জাতিক দুর্নীতি বিরোধী দিবস পালিত হয়েছে। শনিবার এ উপলক্ষে দুর্নীতি প্রতিরোধ কমিটি (দুপ্রক) ও সচেতন নাগরিক কমিটির (সনাক) যৌথ আয়োজনে কর্মসূচির মধ্যে ছিলো শোভাযাত্রা, মানববন্ধন ও আলোচনা সভা। 

সকালে জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণে জাতীয় পতাকা এবং দুদক পতাকা উত্তোলন ও বেলুন উড়িয়ে কর্মসূচির উদ্বোধন করেন জেলা প্রশাসক পঙ্কজ ঘোষ। 

আলোচনা সভায় পুলিশ সুপার গোলাম সবুর পিপিএম, স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালক সাইফুর রহমান, দুপ্রক জেলা সভাপতি এ্যাডভোকেট আব্দুল লতিফ ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর এরিয়া ম্যানেজার আসাদুজ্জামান বক্তব্য দেন। 

অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ফারুক আল মাসুদের সভাপতিত্বে সভায় স্বাগত বক্তব্য দেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা রংপুরের সহকারী পরিচালক ইমরান হোসেন। সরকারী বিভিন্ন দফতর প্রধান, এনজিও প্রতিনিধি, গণমাধ্যম কর্মীছাড়াও শিক্ষার্থীরা অংশ নেন কর্মসূচিতে।