• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

‘বাবা কম্বল খান মোক দে শীত থাকি বাচো’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৪ জানুয়ারি ২০২৪  

‘যে শীত খুব কষ্ট আছুং বাবা এই শীতোত কম্বল খান পেয়া মোর উপকার হইবে। মোর ছাওয়া মোর পাশে দেখে না মানুষের কাপড় নিয়ে গাত দেং বাবা কম্বল খান মোক দে শীত থাকি বাচো’ এমন কথা ৬৫ বছর বয়সী মরজিনা বেগমের। 

মরজিনা নীলফামারীর কিশোরগঞ্জের দুরাকুটি এলাকার মফেল আলীর স্ত্রী। 

রোববার কিশোরীগঞ্জ বহুমুখী উচ্চ বিদ্যালয় মাঠে অবসরপ্রাপ্ত পুলিশ অফিসার্স কল্যাণ সমিতির উদ্যোগে ৫০০ জনকে শীতবস্ত্র বিতরণ করা হয়। সেখানে শীতবস্ত্র পেয়ে খুশি এমন কয়েকশ মানুষ।

এ সময় কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডলের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার গোলাম সবুর, অবসরপ্রাপ্ত সিনিয়র এএসপি সিরাজুল ইসলামসহ থানা পুলিশের কর্মকর্তারা।