• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

কিশোরগঞ্জে অনুমোদন না থাকায় ক্লিনিক সিলগালা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ জানুয়ারি ২০২৪  

নীলফামারীর কিশোরগঞ্জে সেবা ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিক সিলগালা করে দেওয়া হয়েছে। এর আগে স্বাস্থ্যমন্ত্রী সনদবিহীন হাসপাতাল ও ডায়াগনস্টিক সেন্টারে অভিযানের ঘোষণা দেন। সেই ঘোষণার পরই এ অভিযান পরিচালনা হলো।

বুধবার (২৪ জানুয়ারি) দুপুরে কিশোরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সামনে অবস্থিত সেবা ডায়াগনস্টিক সেন্টারে অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান। এ সময় প্রয়োজনীয় সনদ না থাকায় ডায়াগনস্টিক সেন্টারটি সিলগালা করে দেন তিনি।

কিশোরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার তানজিমুল মিল্লাত বলেন, দীর্ঘদিন ধরে অনুমোদনহীন সেবা ডায়াগনস্টিক সেন্টার পরিচালনা করা হচ্ছিল। বুধবার দুপুরে ওই ক্লিনিকে গিয়ে সত্যতা পাওয়ায় ভ্রাম্যমাণ আদালতকে খবর দেওয়া হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান এসে প্রতিষ্ঠানটি সিলগালা করেন।

এ বিষয়ে সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সানজিদা রহমান বলেন, সেবা ডায়াগনস্টিক সেন্টার নামে একটি ক্লিনিকের অনুমোদন না থাকায় সেটি সিলগালা করা হয়েছে। এ ছাড়া নিবন্ধনের প্রক্রিয়া শুরু করায় নিউ এ্যাপোলো ডায়াগনস্টিক সেন্টারকে কাগজপত্র সংগ্রহের জন্য এক সপ্তাহ সময় দেওয়া হয়েছে।