• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

নীলফামারীতে বিলুপ্তপ্রায় চিল অবমুক্ত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৫ ফেব্রুয়ারি ২০২৪  

নীলফামারীতে অবমুক্ত করা হয়েছে বিলুপ্তপ্রায় চিল পাখি। সোমবার দুপুরে সদর উপজেলা পরিষদ প্রাঙ্গণে নির্বাহী ম্যাজিস্ট্রেট ইবনুল আবেদিনের উপস্থিতিতে এই পাখি অবমুক্ত করা হয়। 

এ সময় সামাজিক বন বিভাগ নীলফামারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম উপস্থিত ছিলেন। 

এরআগে ৩ ফেব্রুয়ারি সন্ধ্যায় জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের বুড়িরডাঙ্গা থেকে এই চিলকে উদ্ধার করে আনা হয়। 

সামাজিক বন বিভাগ নীলফামারীর ভারপ্রাপ্ত কর্মকর্তা রেজাউল করিম বলেন, উদ্ধার হওয়া চিল পাখিকে দু’দিন চিকিৎসা সেবা দেয়া হয়। সুস্থ হওয়ার পর সোমবার অবমুক্ত করা হয়।