• শনিবার ০৪ মে ২০২৪ ||

  • বৈশাখ ২১ ১৪৩১

  • || ২৪ শাওয়াল ১৪৪৫

সৈয়দপুরে রেলের জায়গায় নির্মিত দোকান উচ্ছেদ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ ফেব্রুয়ারি ২০২৪  

নীলফামারীর সৈয়দপুরে রেলওয়ের জায়গায় অবৈধভাবে গড়ে তোলা দোকানঘর গুঁড়িয়ে দিল কর্তৃপক্ষ।

বৃহস্পতিবার ৮ ফেব্রুয়ারি অবৈধভাবে নির্মিত ওই দোকানঘর উচ্ছেদ করা হয়। এ অভিযানে ছিলেন রেলওয়ের ঊর্ধ্বতন সহকারী প্রকৌশলী শরিফুল ইসলামসহ তার সহকর্মীরা। জানা যায়, শহরের ইসলামবাগ পাওয়ার হাউজ সংলগ্ন স্থানে একটি এক কক্ষ বিশিষ্ট রেল কোয়ার্টার বরাদ্দ নেন অবসরপ্রাপ্ত নিরাপত্তা আবুল কালাম এর ছেলে নাজমুল হক নামে এক রেলওয়ে কর্মচারী।

তিনি ওই কোয়ার্টারটি বরাদ্দ নিয়ে তার পাশে থাকা সরকারী জায়গা দখল করে সেখানে রাতারাতি ৫টি পাকা দোকান নির্মাণ করেন। রেলওয়ের কোন প্রকার অনুমতি ছাড়াই তিনি পাকা দোকানঘর নির্মাণ করায় কর্তৃপক্ষ তা ভেঙ্গে দেন।

এলাকার লোকজন জানান, দায়িত্বে থাকা কর্তাদের ম্যানেজ করে সেখানে পাকা দোকান ঘর নির্মাণ করে বরাদ্দ নেয়া ব্যক্তি। তবে কিছুদিন পর হঠাৎ করে রেলওয়ের আইওডব্লিউ এসে তা ভেঙ্গে দিয়ে চলে যান।

এ ব্যাপারে আইওডব্লিউ বলেন, রেলওয়ের জায়গায় অনুমতি ছাড়াই পাকা দোকান নির্মাণ করা হয়। খবর পেয়ে আমরা সেখানে গিয়ে ওই নির্মিত দোকান ঘর ভেঙ্গে দেই।