• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

জলঢাকায় দুই মাদক কারবারি গ্রেফতার 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ ফেব্রুয়ারি ২০২৪  

নীলফামারীর জলঢাকায় ১৩৫ বোতল ফেন্সিডিল সহ দুই মাদক কারবারিকে গ্রেফতার করেছে থানা পুলিশ। 

সোমবার (১২ ফেব্রুয়ারি) গভীর রাতে উপজেলার  পৌরসভার বাসস্ট্যান্ডের ডাঙ্গাপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- ডোমার উপজেলার চিকমাটি এলাকার আতিয়ার রহমানের ছেলে বাবু ২৮ ও  ডোমার উপজেলার মোতালেব হোসেনের ছেলে মুন্না ২০।

পুলিশ সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে ১৩৫ বোতল ফেন্সিডিলসহ তাকে গ্রেফতার করা হয়। এসময় তার বাড়িতে তল্লাশি চালিয়ে এসব উদ্ধার করা হয়। পরে তাকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

এবিষয়ে জলঢাকা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি)  মুক্তারুল আলম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে বিপুল পরিমাণ মাদকসহ আটক করা হয়৷ মাদক আইনে মামলা করে কারাগারে পাঠানো হয়।