• বৃহস্পতিবার ১৯ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৪ রবিউল আউয়াল ১৪৪৬

নিখোঁজ মুনতাজুলে সন্ধ্যান চায় পরিবার 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ ফেব্রুয়ারি ২০২৪  

মানসিক ভারসাম্যহীন বয়োবৃদ্ধ মোঃ মুনতাজুল ইসলাম (৬৫) প্রায় ১২দিনের বেশি সময় নিখোঁজ হয়েছে।

গত বুধবার (১৪ ফেব্রুয়ারী) সকাল ১১টায় নিজ বাড়ী থেকে বের হয়ে আর ফেননি বলে জানান পরিবার। নিখোঁজ মোঃ মুনতাজুল ইসলাম নীলফামারীর ডিমলা উপজেলার গয়াবাড়ী ইউনিয়নের উকিলপাড়া গ্রামের মৃত শাহাজ উদ্দিনের ছেলে। 

নিখোঁজ মোন্তাজুলের ছেলে মনিরুজ্জামান জানান, বাবার গায়ের রং কালো, উচ্চতায় ৫ফুট ৪ইঞ্চি, মুখের থুতনি ভরা সাদা দাড়ি। নিজের নাম ছাড়া আর কিছুই মনে করতে পারেন না। তবে কেউ ডিমলা, গয়াবাড়ী বা উকিলপাড়া এসব এলাকার নাম বললে মনে করতে পারেন। সম্ভাব্য সব স্থানে খোঁজাখুঁজির পরও তার কোনো সন্ধান পাওয়া যায়নি।

উক্ত ব্যাক্তির খোঁজ দিতে এই নাম্বারে যোগাযোগ ০১৯১৯-৬১৪৫৩১ (প্রতিবেশী)।