• শনিবার ২৭ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৭ শাওয়াল ১৪৪৫

শেখ রাসেল মিনি স্টেডিয়াম প্রীতি ফুটবল ম্যাচ দিয়ে শুভ উদ্বোধন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২ মার্চ ২০২৪  

নীলফামারীর ডিমলায় শেখ রাসেল মিনি স্টেডিয়ামের খেলার মাঠ প্রীতি  নারী ফুটবল ম্যাচ দিয়ে শুভ উদ্বোধন অনুষ্ঠিত হয়েছে।গতকাল শুক্রবার (০১ মার্চ) বিকাল ৩টায়  ডিমলা উপজেলা ক্রীড়া সংস্থার আয়োজনে শেখ রাসেল মিনি স্টেডিয়ামের প্রীতি ম্যাচে ডিমলা উপজেলা নারী ফুটবল দল বনাম বঙ্গবন্ধু স্মৃতি সংসদ নীলফামারী নারী ফুটবল দল অংশগ্রহন করেন। উভয় দলই সাফজয়ী খেলোয়ারসহ জাতীয় নারী ফুটবল দলের একাধিক খেলোয়ার অংশ গ্রহন করেন। প্রীতি ফুটবল ম্যাচে ৪-৩ গোলে ডিমলা উপজেলা নারী ফুটবল দল বিজয়ী । 

উদ্বোধনী অনুষ্ঠানে ডিমলা উপজেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক মোঃ লুৎফর রহমানের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নীলফামারী-১ (ডোমার-ডিমলা) আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব মোঃ আফতাব উদ্দিন সরকার। আরো উপস্থিত ছিলেন ডিমলা থানার অফিসার ইনচার্জ দেবাশীস রায়, ডিমলা উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ তবিবুল ইসলাম, জেলা পরিষদ সদস্য ও উপজেলা চেয়ারম্যান প্রার্থী ফেরদৌস পারভেজ, উপজেলা পরিষদের ভাইচ চেয়ারম্যান বাবু নীরেন্দ্র নাথ রায়, উপজেলা পরিষদের মহিলা ভাইচ চেয়ারম্যান মোছাঃ আয়েশা সিদ্দিকা, ডিমলা ইউনিয়নের চেয়ারম্যান এ.এইচ.এম ফিরোজ সরকার, খগাখড়িবাড়ীর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মোঃ রবিউল ইসলাম লিথন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মেজবাহুর রহমান, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সংসদের সদস্য আবু সায়েম সরকার, প্রেসক্লাবের সভাপতি সারোয়ার জাহান সোহাগ, সাধারন সম্পাদক মাসুদ পারভেজ রুবেলসহ স্থানীয় সাংবাদিকবৃন্দ। 

স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধুর কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের নামে নারী ফুটবল দল দিয়ে যাত্রা শুরু করেছে নবনির্মিত স্টেডিয়ামটি। নারী ফুটবল খেলায় দর্শকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মত। ২০২২ সালে যুবও ক্রীড়া মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মোঃ জাহিদ হাসান রাসেল শেখ রাসেল মিনি স্টেডিয়ামটির ভিত্তি প্রস্তর করেন। স্টেডিয়ামটি নির্মানে ব্যয় হয় প্রায় ৫ কোটি ৮৮ লক্ষ টাকা।