• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

কিশোরগঞ্জে অনলাইনে প্রতারণার অভিযোগে যুবক আটক 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৯ মার্চ ২০২৪  

নীলফামারীর কিশোরগঞ্জে অনলাইনে থাই গেমে প্রতারণার অভিযোগে আলামিন ইসলাম (২৮) নামে এক যুবককে আটক করেছে থানা পুলিশ।

আজ মঙ্গলবার  (১৯ মার্চ)  বিকালে আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়৷ এর আগে রাতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়৷

আটককৃত আলামিন ইসলাম কেশবা গ্রামের বাসিন্দা তৈয়ব আলী মুন্সির ছেলে।  পুলিশ সূত্রে জানা যায়, সে দীর্ঘদিন ধরে অনলাইনে থাই গেমে প্রবাসীদের সাথে প্রতারণা করে আসছে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এবিষয়ে কিশোরগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পলাশ চন্দ্র মন্ডল বলেন, গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়। পরে সাইবার নিরাপত্তা আইনে মামলা দায়ের করে তাকে আদালতে পাঠানো হয়েছে।