• রোববার ২৮ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১৪ ১৪৩১

  • || ১৮ শাওয়াল ১৪৪৫

ডোমারের তিন ক্লিনিকের দেড় লাখ টাকা জরিমানা 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মার্চ ২০২৪  

বিধি বর্হিভুত ভাবে চিকিৎসা সেবা প্রদান করায় নীলফামারীর ডোমারে তিনটি ক্লিনিকের কাছ থেকে দেড় লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

রবিবার জেলা স্বাস্থ্য বিভাগ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর যৌথ ভাবে এই অভিযান পরিচালনা করে। এতে নেতৃত্ব দেন সিভিল সার্জন ডা. হাসিবুর রহমান।

এ সময় জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর নীলফামারী কার্যালয়ের সহকারী পরিচালক শামসুল ইসলাম ও উপজেলা স্বাস্থ্য পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. রায়হান বারী উপস্থিত ছিলেন।

এ সময় বিধি বর্হিভুত ভাবে চিকিৎসা সেবা প্রদান করায় পদ্মা ডায়াগনস্টিক সেন্টার, ডক্টরস ক্লিনিক এ্যান্ড নার্সিং হোম এবং সেবা হাসপাতালকে ১লাখ ৫০ হাজার টাকা জরিমানা করা হয়।