• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

নীলফামারীতে পরিবার পরিকল্পনা বিষয়ক কর্মশালা 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ মে ২০২৪  

নীলফামারীতে পরিকল্পিত পরিবার গঠন, বাল্যবিয়ে ও কৈশোরে গর্ভধারণ প্রতিরোধ, কিশোর-কিশোরীদের প্রজনন স্বাস্থ্য, পুষ্টি ও নিরাপদ মাতৃত্ব ও নবজাতকের যত্ন এবং জেন্ডার বিষয়ে প্রচার ও জনসচেতনতা সৃষ্টিতে উদ্বুদ্ধকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সভাকক্ষে অনুষ্ঠিত কর্মশালার আয়োজন করে পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিট।

জেলা পরিবার কার্যালয়ের উপ-পরিচালক মোজাম্মেল হকের সভাপতিত্বে কর্মশালায় প্রধান অতিথি ছিলেন পরিকল্পনা অধিদপ্তরের আইইএম ইউনিটের উপ-পরিচালক (প্রোগ্রাম) আসমা হাসান। জেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের সহকারী পরিচালক (ক্লিনিক) ডা. রোখসানা বেগম, উপজেলা পরিবার পরিকল্পনা কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. তন্ময় তরফদার বক্তব্য দেন কর্মশালায়।

উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা জগন্নাথ রায় কর্মশালা পরিচালনা করেন। এতে মা ও শিশু মৃত্যুর হার শূন্যের কোটায় নিয়ে আসা, বাল্যবিয়ে রোধ, প্রাতিষ্ঠানিক ডেলিভারি নিশ্চিতকরণসহ স্বাস্থ্য সেবায় পরিবার পরিকল্পনার সেবা গ্রহণে নিকটস্থ পরিবার কল্যাণ কেন্দ্রের সেবা গ্রহণের আহ্বান জানানো হয়। জনপ্রতিনিধি, সাংবাদিক, স্বেচ্ছাসেবী সংগঠনের প্রতিনিধি, ধর্মীয় নেতাসহ বিভিন্নজন এতে অংশ নেন।