• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

ফোনে কথা বলায় ব্যস্ত পল্লীচিকিৎসক, ঘটে গেল ভয়াবহ দুর্ঘটনা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মে ২০২৪  

নীলফামারীর সৈয়দপুরে ট্রেনে কাটা পড়ে এক পল্লীচিকিৎসকের মৃত্যু হয়েছে। গতকাল শুক্রবার দুপুরে শহরের সৈয়দপুর-চিলাহাটি রেলপথের গোলাহাট বাইপাস সড়কের রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে। সৈয়দপুর রেলওয়ে থানার ওসি একেএম নুরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত আরমান হোসেন (৩৭) শহরের সাহেবপাড়া এলাকার সেলিম হোসেনের ছেলে। তিনি পেশায় একজন পল্লীচিকিৎসক। একই এলাকায় মদিনা মেডিকেল স্টোর নামে তার একটি ফার্মেসি রয়েছে। 

সৈয়দপুর রেলওয়ে পুলিশ সূত্রে জানা যায়, দুপুরে রংপুর-দিনাজপুর মহাসড়কের রেলক্রসিং এলাকায় মোবাইল ফোনে কথা বলতে বলতে রেললাইন পার হচ্ছিলেন আরমান হোসেন। এ সময় চিলাহাটি থেকে ছেড়ে আসা খুলনাগামী রকেট মেইল ট্রেনে কাটা পড়ে তার মৃত্যু হয়। 

রেলওয়ে থানার ওসি এ কে এম নুরুল ইসলাম বলেন, স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।