• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
আহতদের দেখতে পঙ্গু হাসপাতাল পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। ২৪ ঘণ্টায় র‍্যাবের অভিযানে গ্রেফতার ২৯০। মেট্রোরেল স্টেশনে হামলা: ছয়জন রিমান্ডে।

সৈয়দপুরে প্রচন্ড গরমে নির্বাচনী প্রচারাভিযানে ভাটা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৫ মে ২০২৪  

নীলফামারীর সৈয়দপুরে চলছে প্রচন্ড তাপদাহ। সেই সাথে একটানা পড়ছে ভ্যাপসা গরম। গরমে মানুষজনসহ পশুপাখির জীবন দুর্বিসহ হয়ে পড়েছে। আকাশে মেঘের আনাগোনা থাকলেও বৃষ্টির দেখা মিলছে না। আগামী ২১ মে সৈয়দপুর উপজেলা পরিষদ নির্বাচন। অতিরিক্ত গরমের কারণে প্রার্থীরা ঘর থেকে বের হতে না পাড়ায় কমে গেছে তাদের প্রচারাভিযান।

বুধবার দেখা গেছে তেমন একটা প্রচার নেই শহরে। ভাইস চেয়ারম্যান পদে এক প্রার্থী জানান, গরমে বের হতে পারছি না। প্রচারাভিযান আপাতত বন্ধ রেখেছি। দেখি রাতে যদি গরম কমে তাহলে মাঠে নামবো। আরেক ভাইস চেয়ারম্যান প্রার্থী জানান, গরমে কর্মীরা আসছে না। যার কারণে নির্বাচনী প্রচারাভিযানে অনেকটা ভাঁটা পড়েছে বলা চলে। একদিকে পড়ছে গরম অন্যদিকে চলছে বিদ্যুতের ভেলকী বাজী খেলা। ফলে কলকারখানায় উৎপাদন ব্যহত হচ্ছে।

সৈয়দপুর সুমনা পাম্পের ম্যানেজার মোঃ সেকেন্দার আলি জানান, অতিরিক্ত গরমে মানুষ বাসা থেকে বের হতে পারছে না। সড়কে যানবাহন চলাচল কমে গেছে। আমার পাম্পে তেল বিক্রীও কমেছে। সৈয়দপুর বেকারী মালিক সমিতির সভাপতি মোঃ আখতার সিদ্দিকী ওরফে পাপ্পু জানান,গরমে শ্রমিকরা কাজ করতে পারছে না। তাছাড়া ঘন ঘন  বিদ্যুৎ যাওয়া আসায় কারখানার উৎপাদন ঠিক মত হচ্ছে না।

সৈয়দপুর শহরের অটো চালক আলম জানান, গরমে বাসের যাত্রী কমে গেছে। যার ফলে আমাদের যাত্রী নেই। গরমে মানুষ বের হচ্ছে না। তাই আমার ইনকাম কমে গেছে। সৈয়দপুর ১০০ শয্যা সরকারি হাসপাতালের চিকিৎসক ডাঃ আবদুর রহিম জানান, গরমে মানুষের শরীরে রোগ বেড়েছে। প্রতিদিন হাসপাতালে অনেক রোগি আসছেন। সেবা নিয়ে কেউ বাসায় ফিরছেন আবার কেউ ভর্তি হচ্ছেন।