• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

নীলফামারীর দুই উপজেলায় রশিদুল ও মিন্টু চেয়ারম্যান নির্বাচিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ মে ২০২৪  

নীলফামারী কিশোরগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা জাতীয় পাটির সদস্য সচিব রশিদুল ইসলাম। তিনি ঘোড়া মার্কায় ২৮৩৪৩ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আবুল কালাম বারী আনারস মার্কায় ভোট পেয়েছেন ২৮২০১। 

মঙ্গলবার রাতে কিশোরগঞ্জ উপজেলা পরিষদের সভাকক্ষ থেকে ফলাফল ঘোষণা করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও সহকারী রিটার্নিং কর্মকর্তা এম এম আশিক রেজা।

এদিকে জলঢাকা উপজেলা পরিষদের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন জলঢাকা উপজেলা আওয়ামী লীগের সাবেক সভাপতি আনসার আলী মিন্টু। তিনি ঘোড়া মার্কায় ৩৯০৬৪ ভোট পেয়ে বেসরকারীভাবে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী গোলাম আজম এলিচ মোটরসাইকেল মার্কায় ভোট পেয়েছেন ৩১০৪৬।