• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

সৈয়দপুরে রানওয়েতে বিমান বিকল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৮ মে ২০২৪  

নীলফামারীর সৈয়দপুর বিমানবন্দরে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট অবতরণের পর বিকল হওয়ায় মঙ্গলবার সকাল সাড়ে ৮টা থেকে ফ্লাইট চলাচল বন্ধ হয়ে যায়। যদিও পরে দুপুর ১টা ১৫ মিনিটে ফ্লাইট চলাচল স্বাভাবিক হয়। মঙ্গলবার দুপুরে বিমানবন্দর কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছে।

কর্তৃপক্ষ জানায়, সকাল ৮টা ৩০ মিনিটে বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট সৈয়দপুর বিমানবন্দরে অবতরণের পর রানওয়ের দক্ষিণ দিক থেকে উত্তরে যাওয়ার সময় সামনের চাকায় ক্রটি দেখা দেয় এবং উড়োজাহাজটি থেমে যায়। পরে সৈয়দপুর সেনানিবাসের সেনা সদস্যদের সহায়তায় দ্রুত উড়োজাহাজটিকে রানওয়ে থেকে নিরাপদ স্থানে সারানো হয়।

বাংলাদেশ বিমানের জেলা ব্যবস্থাপক ফয়সাল কবীর বলেন, বিকল উড়োজাহাজেটির ত্রুটি সারাতে কাজ করছে বিমান বাংলাদেশের টেকনিশিয়ানরা।

ঘটনার সত্যতা নিশ্চিত করে সৈয়দপুর বিমানবন্দরের ব্যবস্থাপক সুপ্লব কুমার ঘোষ বলেন, বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট ক্রটির কারণে বিমান চলাচল সাময়িক (৩ ঘণ্টা) ব্যাহত হয়েছে। দুপুর ১২টার পর থেকে রানওয়েতে বিমান চলাচলের জন্য অনুমতি দেওয়া আছে। এরমধ্যে দুপুর ১টা ১৫ মিনিটে ইউএস বাংলার একটি ফ্লাইট সৈয়দপুরে অবতরণ করেছে। ফ্লাইট চলাচলে আর কোনো অসুবিধা নেই।

এর আগে, সোমবার বৈরী আবহাওয়ার কারণে দুপুর ২টা থেকে বিমান চলাচল বন্ধ ছিল, ফলে ৫টি ফ্লাইট বাতিল করেছিল বিমানবন্দর কর্তৃপক্ষ।