• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

সৈয়দপুরে রেলওয়ের ডিজির পরিচয়ে প্রতারণা, যুবক গ্রেপ্তার

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ জুন ২০২৪  

সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে বাংলাদেশ রেলওয়ের মহাপরিচালকের (ডিজি) নামে ভুয়া আইডি খুলে ট্রেনের টিকিট পাইয়ে দেয়াসহ বিভিন্ন প্রতারণার অভিযোগে ওয়াজকুরনী ওরফে সাব্বির নামে প্রতারক চক্রের এক সদস্যদকে গ্রেপ্তার করা হয়েছে।

শুক্রবার (৩১ মে) ভোরে নীলফামারীর ডোমারের চিলাহাটির জুম্মাপাড়ার বাড়ি থেকে তাকে গ্রেপ্তার করেছে সৈয়দপুরে রেলওয়ে থানা পুলিশ। গ্রেপ্তার ওয়াজকুরনী ওরফে সাব্বির নীলফামারীর ডোমার উপজেলার ভোগডাবুড়ী ইউনিয়নের চিলাহাটি বড় জুম্মাপাড়ার মো. মোস্তফার ছেলে।

রেলওয়ে থানায় দায়েরকৃত মামলা সূত্রে জানা গেছে, বাংলাদেশ রেলওয়ে মহাপরিচালক (ডিজি) সরদার সাহাদাত আলীর নাম ও ছবি ব্যবহার করে একটি প্রতারক চক্র সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে একটি ভুয়া আইডি খুলে। আর ওই আইডি থেকে ট্রেনের টিকিট পাইয়ে দেয়াসহ নানা প্রতারণামূলক কথা বলে সাধারণ মানুষের কাছ থেকে অনলাইনে অর্থ হাতিয়ে নিচ্ছিল প্রতারক চক্রের সদস্যরা।

ঘটনাটি নজরে আসে রেলওয়ে এক পুলিশ সদস্যের। তিনি ঘটনাটি সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জকে অবগত করেন। এরপর ঘটনাটির তদন্তে নামেন সৈয়দপুর রেলওয়ে থানা পুলিশ। তারা ডিজিটাল তথ্য প্রযুক্তি ব্যবহার করে রেলওয়ে মহাপরিচালকের পরিচয়ে ভুয়া আইডি ব্যবহারকারী প্রতারক চক্রের এক সদস্যকে চিহ্নিত করতে সক্ষম হয়।

পরবর্তীতে শুক্রবার ভোর রাতে সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল ইসলামের নেতৃত্বে এক অভিযান চালিয়ে প্রতারক চক্রের সদস্য ওয়াজকুরনী ওরফে সাব্বিরকে তার বাড়ি থেকে গ্রেপ্তার করেছে। এ সময় তার কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত রেডমি নোট ১০ লাইট মডেলের একটি এনড্রোয়েড মোবাইল ফোনসেট ও একটি নকিয়া বাটন মোবাইল ফোন সেট সিমসহ জব্দ করা হয়েছে।

এ ঘটনায় ডিজিটাল ডিভাইজ ব্যবহারের মাধ্যমে সাধারণ মানুষের সাথে প্রতারণার অভিযোগে তার বিরুদ্ধে সৈয়দপুর রেলওয়ে থানায় একটি প্রতারণা মামলা দায়ের করা হয়েছে। সৈয়দপুর রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) মো. শফিউল ইসলাম নিজে বাদী হয়ে ওই মামলাটি দায়ের করেন।

সৈয়দপুর রেলওয়ে থানার অফিসার ইনচার্জ এ কে এম নুরুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গ্রেপ্তারকৃত ওয়াজকুরনী ওরফে সাব্বিরকে আদালতে সোপর্দ করা হয়েছে। ওই প্রতারক চক্রের অন্য সদস্যদেরও গ্রেপ্তারে পুলিশী তৎপরতা অব্যাহত রয়েছে।