• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

বৃদ্ধাকে পিটিয়ে হত্যায় ৩ জন কারাগারে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৮ জুন ২০২৪  

নীলফামারীর কিশোরগঞ্জে জমি সংক্রান্ত জেরে মারধরের ঘটনায় সুফলা রানী (৭০) নামে এক বৃদ্ধা চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু হয়েছে। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করেছে পুলিশ। 

শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেন কিশোরগঞ্জ থানার ওসি পলাশ চন্দ্র মন্ডল। এরআগে, বৃহস্পতিবার বিকেলে সদরের মুশা হিন্দু পাড়া গ্রামে এ ঘটনা ঘটে। নিহত বৃদ্ধা সুফলা রানী ওই গ্রামের মৃত রজনী কান্ত রায়ের স্ত্রী।  

গ্রেফতারকৃতরা হলেন- বড়ডুমরিয়া কামারপাড়া গ্রামের সুরজিত চন্দ্র রায়ের স্ত্রী অনিতা রানী রায় (৩৪), বিন্নাকুড়ি রুপনচানপাড়া গ্রামের মৃত ললিত চন্দ্র রায়ের স্ত্রী নির্মলা রানী রায় (৬১) ও কেদার চন্দ্র রায়ের ছেলে উজ্জ্বল চন্দ্র রায় (১৯)। 

নিহতের স্বজনরা জানান, দীর্ঘদিন ধরে অভিযুক্তদের সঙ্গে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। বৃহস্পতিবার বিকেলে তারা ট্রাক্টর দিয়ে সুফলা রানীর জমি চাষ করছিলেন। এ সময় তারা সেটি দেখতে পেয়ে বাধা দেন। পরে তাদের মধ্যে কথা-কাটাকাটির একপর্যায়ে মারধরের ঘটনা ঘটে। এতে সুফলা রানীসহ দুইজন গুরুতর আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য চিকিৎসক রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। পরে সেখানে চিকিৎসাধীন অবস্থায় সুফলা রানীর মৃত্যু হয়। 

ওসি পলাশ চন্দ্র মন্ডল বলেন, বাকি আসামিকে গ্রেফতার ও আইনি কার্যক্রম শেষে দুপুরে চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের মাধ্যমে জামিন নামঞ্জুর হওয়ায় জেলহাজতে প্রেরণ করা হয়েছে।