• শনিবার ২৭ জুলাই ২০২৪ ||

  • শ্রাবণ ১২ ১৪৩১

  • || ১৯ মুহররম ১৪৪৬

সর্বশেষ:
সর্বোচ্চ আদালতের রায়ই আইন হিসেবে গণ্য হবে: জনপ্রশাসনমন্ত্রী। ২৫ জুলাই পর্যন্ত এইচএসসির সব পরীক্ষা স্থগিত।

চলন্ত বাস-ট্রাক থামিয়ে চাঁদা আদায় করতেন তারা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ জুন ২০২৪  

নীলফামারীর কিশোরগঞ্জে পরিবহনে চাঁদাবাজির অভিযোগে এ চক্রের চার সদস্যকে গ্রেফতার করেছে র‍্যাব। তারা দীর্ঘদিন ধরে রাতে চলন্ত বাস, ট্রাক ও অটো থামিয়ে চাঁদা আদায় করতেন বলে জানা যায়। 

সোমবার রাতে শহরের মাগুড়া এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। 

গ্রেফতারকৃতরা হলেন মাগুড়া নদীরপার এলাকার জয়নার আবেদীনের ছেলে খায়রুল ইসলাম, মাগুড়া আকালীবেচা পাড়া গ্রামের আজিজুল ইসলামের ছেলে ইয়াকুব আলী, মাগুড়া নাদীপাড় এলাকার জয়নার আবেদীনের ছেলে রশিদুল ইসলাম ও মাগুড়া নদীরপাড় এলাকার জয়নার আবেদীনের ছেলে শুকারু।

র‍্যাব ১৩ প্রেস বিজ্ঞপ্তি সূত্রে জানা যায়, তারা দীর্ঘদিন ধরে রাস্তায় চলন্ত বাস, ট্রাক,অটোসহ বিভিন্ন যানবাহন আটকিয়ে জোড়পৃর্বক চাঁদা আদায় করতেন। চাঁদা না দিলে গাড়ি চালকদের মারধরসহ বিভিন্ন ভয়ভীতি দেখানো হতো এমন অভিযোগের ভিত্তিতে র‍্যাব ১৩ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করে।

র‍্যাব-১৩ এর সহকারী পরিচালক (মিডিয়া) মাহমুদ বশির আহমেদ বিষয়টি নিশ্চিত করেছেন।