• শুক্রবার ১১ অক্টোবর ২০২৪ ||

  • আশ্বিন ২৫ ১৪৩১

  • || ০৬ রবিউস সানি ১৪৪৬

বিএনপি নেতার অনিয়মের প্রতিবাদে এলাকায় ঝাড়ু মিছিল

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ আগস্ট ২০২৪  

নীলফামারীর ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমনের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে ঝাড়ু মিছিল করেছেন স্থানীয়রা। এসময় তার কুশপুতুল দাহ করা হয়।

শুক্রবার (১৬ আগস্ট) বিকেল সাড়ে ৫টায় ডোমার হাইস্কুল মাঠ থেকে ঝাড়ু মিছিল বের হয়। শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পৌরসভা ভবনের সামনে সুমনের কুশপুতুল দাহ করে প্রতিবাদ সভায় মিলিত হয়।

এসময় বক্তব্য রাখেন স্থানীয় আমিনুর রহমান, জয়নাল আবেদীন ও গোলামিন রহমান প্রমুখ।

তারা বলেন, শেখ হাসিনার পতনের পর থেকে ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আক্তারুজ্জামান সুমন চাঁদাবাজি, দখলবাজি ও সাধারণ মানুষের ওপর হামলাসহ বিভিন্ন অপকর্ম চালিয়ে যাচ্ছেন। তাকে দ্রুত আইনের আওতায় আনা ও বিএনপি থেকে বহিষ্কারের দাবি জানান তারা।


জানতে চাইলে নীলফামারী জেলা বিএনপির সাধারণ সম্পাদক মোহাম্মদ জহুরুল ইসলাম বলেন, বিষয়টি আমার জানা নেই। আমাদের কাছে কেউ অভিযোগ করেননি। উনি ডোমার উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক ও ডোমার পৌরসভার কাউন্সিল। সে হিসেবে অন্য কোনো অনিয়ম থাকতে পারে। আমরা তদন্ত করে বিষয়টি দেখবো।