• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৫ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

ইচ্ছা পূরণের সুযোগ পেলেন মাশরাফি

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮  

নড়াইল-২ আসনে আওয়ামী লীগের প্রার্থী মাশরাফি বিন মর্তুজা বলেছেন, আমার অনেক দিনের ইচ্ছা ছিল নড়াইলকে একটি সুন্দর ও বাসযোগ্য শহর হিসেবে গড়ে তোলার। প্রধানমন্ত্রী শেখ হাসিনা সে সুযোগ দিয়েছেন। আমি আপনাদের সেবা করার চেষ্টা করবো। রোববার বিকেলে মাইজপাড়া ডিগ্রী কলেজ মাঠে তার প্রথম নির্বাচনী জনসভায় এ প্রতিশ্রুতি দেন মাশরাফি।

বাংলাদেশ ক্রিকেট দলের অন্যতম সফল এ অধিনায়ক বলেন, আমি আপনাদের সন্তান, আপনাদের মাঝেই বড় হয়েছি। সুযোগ পেলে মাইজপাড়াকে একটি মডেল ইউপি হিসেবে গড়ে তুলবো। এজন্য আপনাদের সবার সহযোগিতা চাই।

এ সময় উপস্থিত ছিলেন মাইজপাড়া ইউপি আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জিল্লুর রহমান, জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকেট সোহরাব হোসেন বিশ্বাস, জেলা আওয়ামী লীগের সংগঠনিক সম্পাদক নড়াইল পৌরসভার মেয়র জাহাঙ্গীর আলম, সদর উপজেলা আওয়ামী লীগের সভাপতি অ্যাডভোকেট অচীন চক্রবর্তী, জেলা আওয়ামী লীগের যুগ্ম-সম্পাদক বাবুল কুমার সাহা, নড়াইল পৌর কাউন্সিলর শরফুল আলম লিটু, ছাত্রলীগের সাবেক সভাপতি সাইফুর রহমান সোহাগ, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সৌমেন বসু প্রমুখ।

জনসভা শেষে জেলা আইনজীবী সমিতি, সদরের মাইজপাড়া, গারোচোরা, সিঙ্গিয়া-কোমখালি, হবখালি, ধোন্দা, পাজারখালি, রঘুনাথপুর, বরাশুলা, শাহাবাদে পথসভায় যোগ দেন।