• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

মুক্তিযোদ্ধাদের আরো সুযোগ-সুবিধা দেয়া হবে

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮  

মুক্তিযোদ্ধারা এদেশের সূর্য সন্তান। সরকার ক্ষমতায় আসলে মুক্তিযোদ্ধাদের আরো সুযোগ-সুবিধা দেয়া হবে। তাদের ত্যাগের মহিমায় পেয়েছি লাল সবুজের পতাকা, পেয়েছি স্বাধীনতার স্বাদ।

হবিগঞ্জ-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট মাহবুব আলী মঙ্গলবার এ কথা বলেন। তিনি চুনারুঘাট উপজেলার মুক্তিযোদ্ধা এনামুল হক মোস্তফা শহীদ অডিটোরিয়ামে মুক্তিযোদ্ধাদের আয়োজনে জনসভায় প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।

তিনি বলেন, আজকের বাংলাদেশে বুক উঁচু করে চলতে পারি আপনাদের জন্যই। এজন্য সকল মুক্তিযোদ্ধা ও শহীদদের জানাই হাজার সালাম। শেখ হাসিনা সরকার জাতির সূর্য সন্তান মুক্তিযোদ্ধাদের ভাতাসহ বিভিন্ন সুবিধা দিয়েছেন। আবারো ক্ষমতায় আসলে মুক্তিযোদ্ধাদের আরো সম্মান করবেন সরকার।

মঙ্গলবার সকাল থেকে দুপুর পর্যন্ত উপজেলার সাবেক কমান্ডার আলহাজ্ব আব্দুস ছামাদের সভাপতিত্বে সভা মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের বাকি বিল্লার পরিচালনা করেন।

এতে উপস্থিত ছিলেন, চুনারুঘাট উপজেলা চেয়ারম্যান মো. আবু তাহের, কেন্দ্রীয় কমান্ডের ভাইস প্রেসিডেন্ট ড. এসএম জাহাঙ্গীর, ক্যাপ্টের কাজী কবীর উদ্দিন, জেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মোহাম্মদ আলী পাঠন, জেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি জমিলা বেগম, পাইকপাড়া ইউপি চেয়ারম্যান আলহাজ্ব শামসুজ্জামান শামীম, জেলার সহকারী কমান্ডার (ক্রীড়া) আ. খালেক, চুনারুঘাট মুক্তিযোদ্ধা সন্তান কমান্ডের, যুগ্ম আহবায়ক মিজানুর রহমান সেলিম, মিজানুর রহমান মিজান, সদস্য সচিব মো. রুমন ফরাজী, যুগ্ম আহবায়ক মাঈনুল ইসলাম সুমনসহ আরো অনেকে।

বক্তারা সবাইকে নৌকায় ভোট দেবার আহবান জানান।