• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

নৌকার পক্ষে শিক্ষকদের শপথ

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮  

জামালপুর-৪ (সরিষাবাড়ী) আসনে আওয়ামী লীগের প্রার্থী ডা. মুরাদ হাসান শিক্ষকদের সঙ্গে মতবিনিময় সভা করেছেন।

মঙ্গলবার দুপুরে আরডিএম পাইলট মডেল উচ্চ বিদ্যালয় হলরুমে তিনি এ মতবিনিময় করেন।

ডা. মুরাদ হাসান এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন। এ সময় ৭৩টি বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা নৌকা প্রতীকের পক্ষে শপথ নেন। শিক্ষকরা বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানগুলোর জাতীয় করণের দাবি নিয়ে পুণরায় আওয়ামী লীগকে বিজয়ী করতে প্রতিশ্রুতি ব্যক্ত করেন।

সমাবেশে অন্যান্যের মাঝে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ছানোয়ার হোসেন বাদশা, সাধারণ সম্পাদক উপাধ্যক্ষ হারুন-উর-রশীদ, সাংগঠনিক সম্পাদক আনিসুর রহমান এলিন, পৌর মেয়র রুকুজ্জামান রোকন, সরিষাবাড়ী অনার্স কলেজের অধ্যক্ষ সরোয়ার জাহান ডিপটি, দৌলতপুর ফাজিল মাদরাসার অধ্যক্ষ মাও. আব্দুল খালেক।

উপজেলা শিক্ষক সমিতির সভাপতি নজরুল ইসলামের সভাপতিত্বে এ সভার সঞ্চালনা করেন সংগঠনটির সাধারণ সম্পাদক সাইফুর রহমান বাসেত।