• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
মুজিবনগর সরকারের ভূমিকা ইতিহাসে অনন্য: রাষ্ট্রপতি নির্বাচনে মন্ত্রী-এমপিরা হস্ত‌ক্ষেপ করবে না: ওবায়দুল কাদের লালমনিরহাটে যুবলীগ কর্মীর পায়ের রগ কাটলেন যুবদল নেতা বাসার ছাদ থেকে পড়ে যুবকের রহস্যজনক মৃত্যু ঠাকুরগাঁওয়ে ঈদ-নববর্ষে ১০ জন নিহত, আহত ২ শতাধিক

বিএনপি প্রার্থীর বাড়িতে অভিযান, বোমাসহ আটক ১২

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৬ ডিসেম্বর ২০১৮  

ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের বিএনপির প্রার্থী খালেদ হোসেন মাহবুব শ্যামলের বাড়িতে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। এসময় চারটি ককটেল ও চারটি পেট্রোল বোমাসহ ১২ জন নেতাকর্মীকে আটক করা হয়েছে।

বুধবার (২৬ ডিসেম্বর) দুপুর আড়াইটা থেকে বিকেল ৮টা পর্যন্ত শহরের পুনিয়াউট এলাকায় এ অভিযান চালানো হয়।

আটকদের মধ্যে দু’জনের নাম জানা গেছে। তারা হলেন- জেলা বিএনপির যুগ্ম-সাধারণ সম্পাদক মোমিনুল হক ও জেলা ছাত্রদলের সহসভাপতি অথৈ মোল্লা। বাকিদের নাম-পরিচয় জানা যায়নি।

ব্রাহ্মণবাড়িয়া সদর থানার পরিদর্শক (ওসি, তদন্ত) জিয়াইল হক বাংলানিউজকে বলেন, নাশকতার পরিকল্পনা হচ্ছে সংবাদ পেয়ে সদর মডেল থানা পুলিশসহ যৌথবাহিনী শ্যামলের বাড়িতে অভিযান চালায়। অভিযানের সময় শ্যামল বাড়িতেই ছিলেন। এ অভিযানে চারটি ককটেল ও চারটি পেট্রোল বোমাসহ ১২ জনকে আটক করা হয়েছে।