• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১১ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

করোনা পরিস্থিতিতে ত্রাণ কার্যক্রমে নিষ্ক্রিয় বিএনপি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ জুলাই ২০২১  

করোনাভাইরাসের সংক্রমণের কারণে কর্মহীন হয়ে ঘরবন্দি জীবনযাপন করছে অসহায়-নিম্নবিত্ত মানুষ। এ পরিস্থিতিতে তাদের পাশে দাঁড়িয়েছে আওয়ামী লীগ ও এর অঙ্গ-সংগঠনগুলো। তবে অসহায়দের ত্রাণ কার্যক্রমে এগিয়ে আসেনি সাভার উপজেলা বিএনপি। নেতাকর্মীদের অজুহাত- লকডাউনের কারণে ঘর থেকে বের হতে পারছেন না তারা।

জানা গেছে, সাভারে করোনা পরিস্থিতির শুরু থেকেই অসহায়-নিম্নবিত্তদের সাহায্যে কার্যকরী ভূমিকা পালন করছে আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগ ও স্বেচ্ছাসেবকলীগ। ঘরে ঘরে খাদ্য পৌঁছে দেওয়া, আর্থিক সহায়তা, অক্সিজেন ও সুরক্ষাসামগ্রী সরবরাহ করা এমনকি অনলাইনেও চিকিৎসা সেবা দিয়েছেন এসব সংগঠনের সদস্যরা। তবে, বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের পদক্ষেপ নিতে দেখা যায়নি। সুবিধাবঞ্চিত জনগণের প্রতি সহায়তার ক্ষেত্রে তাদের ভূমিকা ছিল নিষ্ক্রিয়। শুধু তাই না, সহযোগিতার হাত বাড়িয়ে দেয়নি উপজেলা বিএনপির সহযোগী সংগঠনগুলোও।

সাভার উপজেলা বিএনপির সভাপতি আজগর হোসেন জানান, বিএনপি এ উপজেলায় সাংগঠনিকভাবে ঐক্যবদ্ধ হতে পারছে না। এ কারণে জনগণের পাশে দাঁড়াতে পারছে না নেতাকর্মীরা।

ঢাকা জেলা স্বেচ্ছাসেবকদলের সভাপতি বাবুল হোসেন জানান, লকডাউনের কারণে বিএনপি ও অঙ্গ-সংগঠনের নেতাকর্মীরা ঘর থেকে বের হতে পারছে না। এ কারণে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ সম্ভব হচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে কোনো মন্তব্য করতে রাজি হননি ঢাকা জেলা বিএনপির সভাপতি দেওয়ান সালাউদ্দিন বাবু।