– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৬ ১৪৩০

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ নিরাপদ সড়ক চাই পীরগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি আহত, আটক ২ রংপুরে ৫০ লাখ ছাগল-ভেড়া পাবে পিপিআর টিকা

কৃষক দলে বিশৃঙ্খলা: দুই নেতাকে অব্যাহতি 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ অক্টোবর ২০২২  

কৃষক দলে বিশৃঙ্খলা: দুই নেতাকে অব্যাহতি                           
শৃঙ্খলা পরিপন্থী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগ এনে কৃষক দলের কেন্দ্রীয় যুগ্ম সম্পাদক মনিরুল ইসলাম রয়েল ও হাজী সাখাওয়াত হোসেন নান্নুকে সংগঠন থেকে অব্যাহতি দেওয়া হয়েছে।

সংগঠনের দফতর সম্পাদক শফিকুল ইসলাম অভিযোগের বিষয়ে বিস্তারিত জানাননি। তবে অভিযুক্তরা বলছেন ভিন্ন কথা। তারা জানিয়েছেন, কর্মীদের জন্য টাকা চাওয়ায় তাদের দল থেকে বহিষ্কার করা হয়েছে।

মনিরুল ইসলাম রয়েল বলেন, চলমান আন্দোলনে আমার অনেক কর্মী আহত হয়েছে। তাদের চিকিৎসার জন্য অনেক অর্থ প্রয়োজন। আমি যতটুকু পেরেছি সাহায্য করেছি। আরো অর্থ প্রয়োজন কিন্তু সিনিয়র নেতারা আন্দোলনের আগে টাকা দেওয়ার কথা বললেও এখন নানা বাহানা করছেন। আর কর্মীদের জন্য বারবার অর্থ সহায়তা চাওয়ায় আমাকে ও নান্নু ভাইকে হাইকমান্ড অব্যাহতি দিয়েছে।

একই কথা বলেছেন হাজী সাখাওয়াত হোসেন নান্নু। তিনি জানিয়েছেন, সভা-সমাবেশে বেশি লোক জড়ো করার একটা চাপ সব সময় সিনিয়র নেতাদের কাছ থেকে আসে। আমরা আমাদের সাধ্যমতো টাকা দিয়ে ছেলেদের দলীয় কর্মসূচিতে নিয়ে আসি। দলের জন্য অনেক কর্মী জীবন দিয়েছে, দল কখনোই তাদের পাশে দাঁড়ায়নি। আমাদের অপরাধ, আমরা আমাদের আহত কর্মীদের চিকিৎসার জন্য অর্থ সহায়তা চেয়েছি।