• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

‘নির্বাচন এলে একটি গোষ্ঠী সন্ত্রাসী করে, এবার সুযোগ দেওয়া হবে না’

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৬ জানুয়ারি ২০২৩  

‘নির্বাচন এলে একটি গোষ্ঠী সন্ত্রাসী করে, এবার সুযোগ দেওয়া হবে না’                 
২০১৫ সালের ৩ ফেব্রুয়ারি কুমিল্লার দাউদকান্দিতে আগুন সন্ত্রাসে নিহত যশোরের নূরুজ্জামান পবলু ও তার কিশোরি কন্যা মাইশা নাহিয়ান তাসনিমের স্বজনদের সাথে দেখা করেছেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ। 

গতকাল বুধবার বিকালে তিনি যশোর শহরের ঘোপ এলাকায় মাইশাদের বাড়িতে যান। সেখানে মন্ত্রী মাইশার মা মাছরুহা বেগম ও ভাই আসিফ ইনতিয়াজ জামানের সাথে কিছুসময় অতিবাহিত করেন। এ সময় প্রতিমন্ত্রীর সাথে যশোরের ভারপ্রাপ্ত জেলা প্রশাসক হুসাইন শওকত ও মাইশা’র অন্য স্বজনেরা উপস্থিত ছিলেন।

প্রতিমন্ত্রী স্বজনদের শান্তনা দিয়ে বলেন, নির্বাচন আসলেই একটি গোষ্ঠী পরিস্থিতি ঘোলাটে করে আগুন সন্ত্রাসে মেতে ওঠে। সাধারণ মানুষের জান-মাল নিয়ে ছিনিমিনি খেলে। আবারও নির্বাচন সামনে আসায় ওই গোষ্ঠী তাদের তৎপরতা শুরু করেছে। তবে সরকার এবার সর্বোচ্চ সজাগ রয়েছে। কোনোভাবেই সাধারণ মানুষের জান-মাল নিয়ে কোনো গোষ্ঠীকে আগুন সন্ত্রাস চালানোর সুযোগ দেওয়া হবে না। 

পরে প্রতিমন্ত্রী মাইশা’র মা মাছরুহা বেগমের হাতে তিন লাখ টাকার একটি চেক ও উপহারসামগ্রী তুলে দেন।