• মঙ্গলবার   ২১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৬ ১৪২৯

  • || ২৬ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে বিপ্লব ঘটেছে: স্পিকার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস নয়-পানিসম্পদ উপমন্ত্রী ১১০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

মানুষ হত্যাই বিএনপির রাজনীতি: আমির হোসেন আমু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩১ জানুয়ারি ২০২৩  

মানুষ হত্যাই বিএনপির রাজনীতি: আমির হোসেন আমু                     
আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য ও ১৪ দলের মুখপাত্র আমির হোসেন আমু বলেছেন, আন্দোলন সংগ্রামের নামে জ্বালাও-পোড়াও করে মানুষ হত্যা করাই বিএনপির রাজনীতি। গতকাল সোমবার বিকেলে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ) আয়োজিত ‘বর্তমান জাতীয় ও আন্তর্জাতিক রাজনৈতিক প্রেক্ষাপটে করণীয়’ শীর্ষক আলোচনা সভায় এ কথা বলেন তিনি।

আমির হোসেন আমু বলেন, বিএনপি একাত্তরের পরাজিত শক্তি। আন্দোলন সংগ্রামের নামে মানুষ হত্যা করাই তাদের রাজনীতি। তারা আন্দোলন সংগ্রামের কথা বলে গাড়িতে অগ্নিসংযোগ, মানুষ পুড়িয়ে হত্যা করেছে। সেইসব ঘটনা এ দেশের মানুষ ভুলে যায়নি।

তিনি আরো বলেন, আবার যদি আন্দোলনের নামে নৈরাজ্য সৃষ্টির চেষ্টা করা হয় তাহলে, জনগণকে নিয়ে বিএনপিকে মোকাবিলা করা হবে। বিএনপির নির্বাচন নিয়ে টালবাহানা করার কারণ হচ্ছে তাদের জনসমর্থন নেই।

আওয়ামী লীগের এ নেতা বলেন, বঙ্গবন্ধু হত্যাকাণ্ডের মাধ্যমে দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বকে হত্যা করা হয়। বঙ্গবন্ধু হত্যার পর টানা ২১ বছর আওয়ামী লীগ চরম নির্যাতনের শিকার হয়েছে। অথচ আওয়ামী লীগ ১৯৯৬ সালে ক্ষমতায় আসার পর ২০০১ সাল পর্যন্ত বিএনপির গায়ে একটা টোকাও দেয়নি।