• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৫ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশকে হুমকির মুখে ফেলেছে ক্রমবর্ধমান জলরাশি: গবেষণা উত্তরবঙ্গের মহাসড়কে চার লেন চালু, ঈদযাত্রা হবে স্বস্তির সব উন্নয়ন সহযোগীদের এক প্ল্যাটফর্মে আসা প্রয়োজন: পরিবেশমন্ত্রী বিডিএস ভূমি ব্যবস্থাপনায় বৈপ্লবিক পরিবর্তন আনবে: ভূমিমন্ত্রী বিএনপির নিগৃহীত নেতাকর্মীদের তালিকা দিতে হবে: ওবায়দুল কাদের

উদ্দেশ্যমূলক ও মিথ্যা সংবাদ প্রকাশ করা হয়েছে: বিপ্লব বড়ুয়া

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩০ মার্চ ২০২৩  

 
আওয়ামী লীগের দফতর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া বলেছেন, একটি বানোয়াট সংবাদের শিরোনাম সৃষ্টি করা নিছক অপরাধ বা ভুল হতে পারে না। পত্রিকাটি এ ধরনের ভুল এবারই প্রথম করেনি। প্রতি বছর তারা উদ্দেশ্যমূলক ও মিথ্যা সংবাদ প্রকাশ করছে।

বৃহস্পতিবার রাজধানীর ধানমান্ডিতে রাসেল স্কয়ারে ‘মহান স্বাধীনতাকে কটাক্ষ করে দৈনিক প্রথম আলোর মিথ্যাচার এবং ষড়যন্ত্রর প্রতিবাদে’ যুব মহিলা লীগ আয়োজিত বিক্ষোভ সমাবেশে এসব কথা বলেন তিনি।

বিপ্লব বড়ুয়া বলেন, বাঙালি জাতির জন্য এটা চরম দুর্ভাগ্য। পত্রিকাটি এমন একটি স্পর্শকাতর দিনে এ সংবাদ পরিবেশন করল। এ দিবস এমনি এমনি আসেনি। ৩০ লাখ মানুষ রক্ত দিয়েছে, ২ লাখ মা-বোন সম্ভ্রম হারিয়েছে, ১ কোটি লোক ঘরবাড়ি ছাড়া হয়েছে। তিন কোটি মানুষ গৃহহীন হয়েছে।

তিনি আরো বলেন, পত্রিকাটিতে যে ধরনের উক্তি ব্যবহার করা হয়েছে সেই উক্তি করার মতো মানসিক বয়স বা সক্ষমতা কি ঐ শিশুর আছে? নাকি কেউ তাকে দিয়ে বলিয়েছে?

আওয়ামী লীগের দফতর সম্পাদক বলেন, সামনে জাতীয় নির্বাচনকে কেন্দ্র করে দেশি-বিদেশি ষড়যন্ত্র হচ্ছে। কোনো কোনো মহল আগামী নির্বাচন, নির্বাচনকালীন সরকার ব্যবস্থা, গণতান্ত্রিক শাসন ব্যবস্থা ভণ্ডুল করে দেশে একটি অনির্বাচিত, অসাংবিধানিক সরকার নিয়ে আসতে চায়।

এ সময় উপস্থিত ছিলেন- আওয়ামী লীগের কেন্দ্রীয় সদস্য এ আরাফাত, যুব মহিলা লীগের সভাপতি ডেইজী সারোয়ার, সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি প্রমুখ।