• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিএনপির সঙ্গে দূরত্ব বাড়ছে গণতন্ত্র মঞ্চের

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১ এপ্রিল ২০২৩  

বিএনপির নেতৃত্বাধীন সমমনা বিরোধী দলগুলোর সরকার পতনের দাবিতে যুগপৎ আন্দোলন শুরু হয়েছিল গত বছরের শেষদিকে। মাত্র তিন মাসের মধ্যেই গণতন্ত্র মঞ্চের সঙ্গে মনোমালিন্য শুরু হয়েছে বিএনপির। এর ফলে নিজেদের মধ্যে বাড়ছে দূরত্ব। এজন্য বিএনপিকে দায়ী করে আন্দোলন থেকে দূরে সরে যাচ্ছেন গণতন্ত্র মঞ্চের নেতারা।

গণতন্ত্র মঞ্চের শীর্ষ নেতারা জানান, যৌথ ঘোষণা ও কর্মসূচি প্রণয়ন নিয়ে বিএনপির পক্ষ থেকে কোনো সমন্বয় করা হচ্ছে না। মাসখানেক আগে বিএনপির ১০ দফা ঘোষণা, ২৭ দফা দাবি ও গণতন্ত্র মঞ্চের ১৪ দফা মিলিয়ে সাত দফা তৈরি করেছিলেন মঞ্চের নেতারা। সেই প্রস্তাব বিএনপির হাতে পৌঁছানোর অন্তত তিন সপ্তাহ পার হলেও দলটির পক্ষ থেকে কিছুই বলা হয়নি।

গণতন্ত্র মঞ্চের একটি দলের প্রধান বলেন, গত ১ রমজান বিএনপি হঠাৎ নতুন কর্মসূচি ঘোষণা করে। অথচ এই কর্মসূচি সম্পর্কে গণতন্ত্র মঞ্চ কিছুই জানে না। এমনকি কারো সঙ্গে আলোচনাই করা হয়নি। কর্মসূচি ঘোষণার পর সবাইকে ফোনে মেসেজ পাঠিয়েছে বিএনপি। এটা কী ধরনের সমন্বয়? তারা এভাবে করলে তো আমরা তাদের সঙ্গে থাকতে পারবো না।

সাতদলীয় গণতন্ত্র মঞ্চের আরেক নেতা অভিযোগ করেন, গণতন্ত্র মঞ্চের সঙ্গে বিএনপির দূরত্ব সৃষ্টির পেছনে বিএনপির অভ্যন্তরীণ জটিলতার ভূমিকা রয়েছে। অন্তত দেড় মাস ধরে তাদের পক্ষ থেকে সমন্বয় করা হচ্ছে না। বিএনপির ভেতরের কোনো জটিলতা এ উদ্যোগে প্রভাব ফেলছে।

এ বিষয়ে রাজনৈতিক বিশ্লেষকরা বলেন, সম্প্রতি একটু নতুন সংগঠনের নৈশভোজে যোগ দিয়েছিলেন যুগপৎ আন্দোলনের অনেক দলের নেতারা। এ কারণে তাদের সন্দেহের চোখে দেখছে বিএনপির শীর্ষ নেতৃত্ব। এমনকি নৈশভোজে যাওয়া বহিষ্কৃত হয়েছেন বিএনপির ভাইস চেয়ারম্যান শওকত মাহমুদ। যেখানে দীর্ঘদিন দলের জন্য ত্যাগ স্বীকার করা একজন নেতাকে বিএনপি মুহূর্তের মধ্যেই বহিষ্কার করেছে, সেখানে অন্য দলগুলোকে এত সহজে তারা বিশ্বাস করবে না।

তারা আরো বলেন, গণতন্ত্র মঞ্চের উচিৎ বিএনপির যুগপৎ আন্দোলন থেকে নিজেদের সরিয়ে আনা। কারণ, সেখানে এরই মধ্যে সন্দেহের ডালাপালা ছড়িয়েছে। সন্দেহ আর অবিশ্বাস নিয়ে কোনো আন্দোলন এগিয়ে যেতে পারে না।