– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ নিরাপদ সড়ক চাই পীরগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি আহত, আটক ২ রংপুরে ৫০ লাখ ছাগল-ভেড়া পাবে পিপিআর টিকা

আওয়ামী লীগে যোগ দিল বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

মাগুরায় বিএনপির ৩ শতাধিক নেতাকর্মী আওয়ামী লীগে যোগদান করেছে। মাগুরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড থেকে রবিবার রাতে শহরের শিবরামপুর সাইফুজ্জামান শিখর এমপি’র বাংলো বাড়িতে এ যোগদান অনুষ্ঠান হয়। এ সময় সাইফুজ্জামান শিখর প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগের সিনিয়র সহসভাপতি মুন্সী রেজাউল হক।

মাগুরা পৌরসভার ৬ নম্বর ওয়ার্ডের পারনান্দুয়ালী গ্রাম থেকে ওই ওয়ার্ড বিএনপি’র সভাপতি মিজানুর রহমান মিন্টু মোল্যার নেতৃত্বে ৩ শতাধিক নারী পুরুষ আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করেন। এদের মধ্যে উল্লেখযোগ্য হচ্ছেন নিরু মোল্যা, তমাল মোল্যা, সোনা মোল্যা, সুমন মোল্যা ও কিসলু খান। সমন্বয়ে ছিলেন জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি সদর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান, জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শেখ রেজাউল ইসলাম, জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক আলী হোসেন মুক্তা এবং শ্রমিক নেতা সাজ্জাদ মোল্যা।

যোগদান অনুষ্ঠানে মিজানুর রহমান জানান, জাতির জনক বঙ্গবন্ধুর আদর্শে অনুপ্রাণিত হয়ে এবং জননেত্রী শেখ হাসিনার উন্নয়নের ধারা অব্যাহত রাখতে আমরা এলাকার ৩ শতাধিক নেতা কর্মী মাগুরার সংসদ সদস্য সাইফুজ্জামান শিখরের কাছে আনুষ্ঠানিকভাবে আওয়ামী লীগে যোগদান করছি।