• বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর ২০২৪ ||

  • ভাদ্র ২৮ ১৪৩১

  • || ০৭ রবিউল আউয়াল ১৪৪৬

শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুলের দলীয় পদ স্থগিত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ আগস্ট ২০২৪  

দলীয় শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে বিএনপির সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ও কৃষক দলের সাধারণ সম্পাদক শহিদুল ইসলাম বাবুলের দলের সমস্ত পদ স্থগিত করা হয়েছে।

বুধবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত চিঠি দিয়ে তাদের পদ স্থগিতের বিষয়টি জানিয়ে দেওয়া হয়। বিএনপির কেন্দ্রীয় দফতর সূত্রে এ তথ্য জানা গেছে।

প্রসঙ্গত, বুধবার সকালে ফরিদপুরের নগরকান্দায় শামা ওবায়েদ ও শহিদুল ইসলাম বাবুলের আধিপত্য নিয়ে সংঘর্ষে বিএনপির এক কর্মী নিহত হয়েছেন। বাবুলের পথসভাকে কেন্দ্র করে দুই নেতার অনুসারীদের মধ্যে এই সংঘর্ষে তিনি প্রাণ হারান। এই ঘটনায় দুই নেতার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেয় বিএনপির হাইকমান্ড।