• রোববার ০৪ জুন ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ২১ ১৪৩০

  • || ১৪ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
রেল দুর্ঘটনা রোধে সবাইকে সতর্ক থাকতে হবে: প্রধানমন্ত্রী মাদকের সঙ্গে জড়িত কাউকে ছাড় দেওয়া হবে না: র‍্যাব ডিজি দা‌য়িত্ব পালনে ত্রিপলিতে বাংলাদেশের নব‌নিযুক্ত রাষ্ট্রদূত সরকারের পদক্ষেপের ফলে দেশে চায়ের উৎপাদন বৃদ্ধি পাচ্ছে বাজেটে সামাজিক নিরাপত্তা বাড়াচ্ছি: পরিকল্পনামন্ত্রী

আজ থেকে ঢাকা-আবুধাবি রুটে বিমানের ফ্লাইট শুরু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৩ অক্টোবর ২০২১  

সংযুক্ত আরব আমিরাতে ফ্লাইট চালু করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। রোববার (৩ অক্টোবর) থেকে ঢাকা-আবুধাবি রুটে এবং ৪ অক্টোবর থেকে ঢাকা-দুবাই রুটে ফ্লাইট পরিচালনা করবে সংস্থাটি। 

ঢাকা-আবুধাবি রুটে সপ্তাহে দুটি এবং ঢাকা-দুবাই রুটে সপ্তাহে ৫টি করে ফ্লাইট পরিচালনা করবে বিমান। শনিবার রাতে এক গণমাধ্যমে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানায় বিমান।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের উপ-মহাব্যবস্থাপক (জনসংযোগ) তাহেরা খন্দকার বলেন, যাদের আগের টিকিট কাটা আছে তারা কোনো চার্জ ছাড়াই টিকিট রি-ইস্যু করতে পারবেন।

সংস্থাটি জানিয়েছে, ঢাকা-আবুধাবি রুটে প্রতি রবি ও বৃহস্পতিবার এবং ঢাকা-দুবাই রুটে প্রতি সোম, মঙ্গল, বৃহস্পতি, শুক্র ও শনিবার নিয়মিত সরাসরি ফ্লাইট পরিচালনা করা হবে। বিমানের যে কোনো সেলস অফিস থেকে টিকিট ক্রয় করা যাবে।