• বৃহস্পতিবার ০২ মে ২০২৪ ||

  • বৈশাখ ১৮ ১৪৩১

  • || ২২ শাওয়াল ১৪৪৫

সূর্যগ্রহণ: সালাতুল কুসুফ আদায় সুন্নত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২১ জুন ২০২০  

আজ সূর্যকে ঢেকে দেবে চাঁদ। সূর্যগ্রহণের সময় সালাতুল কুসুফ আদায় সুন্নতে মুয়াক্কাদা। রোববার বেলা ১১টা ১৭ মিনিট থেকে দুপুর ২টা ৫৫ মিনিট পর্যন্ত সূর্যগ্রহণ দেখা যাবে দেশের আকাশে। 

বুখারি ও মুসলিম শরিফের বর্ণনা মতে, সূর্যগ্রহণের সময় নামাজ বা সালাতুল কুসুফ আদায় করা সুন্নত। রাসূল (সা.) নিজে এই নামাজ আদায় করতেন এবং সাহাবিদের নামাজ আদায় করতে বলতেন। এই নামাজ স্বাভাবিক নামাজের মতোই দুই রাকাত, দুই রাকাত করে আদায় করতে হয়। তবে এই নামাজের সূরাগুলো যত বেশি সম্ভব দীর্ঘ পড়া উচিত। 

সম্ভব হলে গ্রহণ শুরু থেকে শেষ পর্যন্ত। এছাড়া সিজদাগুলোও দীর্ঘ সময় ধরে দিতে হয়। এ সময় তাওবা করতে হবে। আল্লাহ করোনা মহামারিসহ সব বিপদ থেকে আমাদের হেফাজত করুন। আমিন।