• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

হরিপুরে বড় ভাইয়ের লাঠির আঘাতে নিথর হলেন ছোট ভাই

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৭ জানুয়ারি ২০২২  

ঠাকুরগাঁওয়ের হরিপুরে জমি নিয়ে বিরোধের জেরে বড় ভাইয়ের লাঠির আঘাতে ছোট ভাই নিহত হয়েছেন। বৃহস্পতিবার সকালে এ ঘটনা ঘটে। নিহতের নাম নাসির উদ্দীন। ৫০ বছর বয়সী নাসির উপজেলার ২ নম্বর আমগাঁও ইউনিয়নের ভেটনা গ্রামের সাজ্জাদ আলীর ছেলে।

স্থানীয়রা জানায়, গতকাল বৃহস্পতিবার সকালে ভেটনা গ্রামে পারিবারিক বসতভিটার জমির ভাগ-বাঁটোয়ারা নিয়ে বড় ভাই আফসার আলীর সঙ্গে ছোট ভাই নাসিরের কথা কাটাকাটি হয়। একপর্যায়ে হাতে থাকা বাঁশের লাঠি দিয়ে নাসিরের মাথায় আঘাত করেন আফসার আলী।

আহত অবস্থায় নাসিরকে হরিপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুরের এম আব্দুর রহিম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান চিকিৎসকরা। হাসপাতালে নেয়ার পথে নাসির মারা যান।

হরিপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তাজুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মরদেহ ময়নাতদন্তের জন্য ঠাকুরগাঁও আধুনিক সদর হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ঘটনার পর থেকে বড় ভাই আফসার আলী পলাতক রয়েছেন। তাকে গ্রেফতারের জন্য অভিযান অব্যাহত রয়েছে।