• শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৬ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

যে আমলে বাড়বে ধন-সম্পদ

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুন ২০২২  

জীবনে সবাই সফল হতে চায়। জীবনকে সুখময় করতে কত কিছুই না করে। কিন্তু ক’জনের জীবনে সফলতা আসে? বরং দেখা যায় সামান্য পরিশ্রমে কারো জীবন বদলে যায়। সফলতা আসে তার জীবনে।

কিন্তু কঠোর পরিশ্রমেও অনেকের অভাব দূর হয় না। সুখ-দুঃখ, সবই আল্লাহ তায়ালার পক্ষ থেকে। তিনিই দান করতে পারেন সফলতা। দূর করতে পারেন অভাব-অনটন। তাই আমাদের আল্লাহ ও তার প্রিয়নবী (সা.) এর বাতলানো কিছু আমল করতে হবে। আল্লাহ চাহে তো, এতে সঙ্কীর্ণতা কেটে যাবে। ফিরে আসবে সচ্ছলতা।

প্রিয়নবী (সা.) হাদিসে ইরশাদ করেন, ‘আল্লাহ তায়ালার ৯৯টি গুণবাচক নাম রয়েছে। যে ব্যক্তি এ গুণবাচক নামগুলোর জিকির করবে; সে জান্নাতে যাবে। ’ প্রতিদিন আল্লাহ তায়ালার এ গুণবাচক নামগুলোর জিকির আজকার ও আমলে রয়েছে আলাদা আলাদা ফজিলত ও উপকারিতা।

আল্লাহ তায়ালার গুণবাচক নাম সমূহের মধ্যে (اَلْوَاجِدُ) ‘আল-ওয়াজিদু’ একটি। নিরবে ও নির্জনে এ আমলটি করলে আল্লাহ তায়ালা ধণ-সম্পদ বৃদ্ধি করে দেন।

আল্লাহর গুণবাচক নাম (اَلْوَاجِدُ) ‘আল-ওয়াজিদু’

উচ্চারণ: ‘আল-ওয়াজিদু’
অর্থ: ‘এমন মুখাপেক্ষীহীন সত্তা, যিনি কারো কাছে কোনো কিছুর জন্য মুখাপেক্ষী নন’

যে ব্যক্তি খাবারের সময় প্রত্যেক লোকমায় আল্লাহ তায়ালার পবিত্র গুণবাচক নাম (اَلْوَاجِدُ) ‘আল-ওয়াজিদু’ পাঠ করবে, তা ঐ ব্যক্তির শরীরে নূর হয়ে যাবে।

যে ব্যক্তি নির্জনে একনিষ্ঠ মনে আল্লাহ তায়ালার পবিত্র গুণবাচক নাম (اَلْوَاجِدُ) ‘আল-ওয়াজিদু’ পাঠ করবে, সে ব্যক্তি ধনী বা সম্পদশালী হয়ে যাবে।

আল্লাহ তায়ালা মুসলিম উম্মাহর সব অসচ্ছল মানুষকে তার গুনবাচক নাম (اَلْوَاجِدُ) ‘আল-ওয়াজিদু’-এর ফজিলত লাভের তাওফিক দান করুন।