• শুক্রবার ২৯ মার্চ ২০২৪ ||

  • চৈত্র ১৪ ১৪৩০

  • || ১৮ রমজান ১৪৪৫

কোরবানির মাংসের সঙ্গে কোক খাওয়া কি হারাম?

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৩ জুলাই ২০২২  

কোরবানির মাংসের সঙ্গে কোক খাওয়া কি হারাম?                          
পেপসি, কোকা-কোলা, ফান্টা এক ধরনের পানীয়। যার চাহিদা কোরবানের সময়ে প্রচুর বেড়ে যায়। তবে এসব পাণীয় হালাল নাকি হারাম, সেটা নিয়ে নানা মতভেদ রয়েছে।

পেপসি, কোকা-কোলা, ফান্টায় হারাম কোনো উপাদান আছে কি না, আমাদের জানা নেই এবং হারাম কোনো উপাদান দিয়ে তৈরি হয় বলেও জানা নেই। সুতরাং এটি হারাম হওয়ার কোনো কারণ নেই। উপাদানের মধ্যে হারাম কোনো কিছু ব্যবহার করা হয় না, এমনকি পেপসির মধ্যে অ্যালকোহল বা অ্যালকোহল জাতীয় কোনো কিছু ব্যবহার করা হয়, এটি কোথাও উল্লেখ নেই। তাই আন্দাজের ওপর, অনুমানের ওপর কোনো বস্তুকে হারাম ঘোষণা দেওয়া, এটা একেবারেই হারাম কাজ।
 
আমাদের উচিত এ ধরনের জোড়াতালি নির্ভর কল্পিত ধ্যান-ধারনা থেকে দূরে থাকা; যার কোন ভিত্তি নেই। যে কোন পানীয়ের মধ্যে যদি ক্ষতিকর কোন উপাদান থাকা সাব্যস্ত হয় তাহলে এটি পান করা হারাম। আর যদি এমন কিছু সাব্যস্ত না হয়- তাহলে যে কোন পানীয় পান করা হালাল। কল্পনা ও ধারণানির্ভর কোন তথ্যের কারণে কোন পানীয় হারাম হবে না।

আল্লাহ সুবহানাহুতায়ালা কোরআনের মধ্যে বলেছেন, ‘সে কে হারাম ঘোষণা দিল?’ আল্লাহতায়ালা তার বান্দাদের জন্য যে সৌন্দর্য, যে চাকচিক্য, যে প্রয়োজনগুলো আল্লাহ রাব্বুল আলামিন বান্দাদের জন্য সৃষ্টি করেছেন, সেগুলো হারাম করার কে অধিকার রাখে? সুতরাং কোনো ব্যক্তি যদি তার স্বাধীন, মনমতন ফতোয়া দিয়ে বলেন যে সেটা হারাম হবে, সেটা শুদ্ধ নয়; বরং হারাম হওয়ার জন্য তাঁকে জানতে হবে যে কী ধরনের উপাদান দিয়ে এগুলো তৈরি হচ্ছে। শুধু হারাম জিনিস থাকলেই হারাম হবে।