• বৃহস্পতিবার ২৫ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১২ ১৪৩১

  • || ১৫ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ছয়দিনের সফরে ব্যাংককে পৌঁছেছেন প্রধানমন্ত্রী গরমে ‘অতি উচ্চ ঝুঁকিতে’ বাংলাদেশের শিশুরা: ইউনিসেফ গুচ্ছ ভর্তি পরীক্ষা: বেরোবি কেন্দ্রের পরীক্ষার্থী ৩১ হাজার ৯৪৬ জন বাংলাদেশ-ভারত ঐক্যবদ্ধভাবে কাজ করবে: ত্রাণ প্রতিমন্ত্রী কাতারের আমিরের সফরে যা পেল বাংলাদেশ

বিশ্ব কোরআন প্রতিযোগিতায় তৃতীয় বাংলাদেশের আবু রাহাত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ অক্টোবর ২০২২  

কুয়েতে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতায় (ছোট গ্রুপে) বাংলাদেশি হাফেজ আবু রাহাত তৃতীয় স্থান অর্জন করেছেন। হাফেজ আবু রাহাত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার ছাত্র। 

তিন ক্যাটাগরিতে ১১৭টি দেশের প্রতিযোগীদের টপকে এ কৃতিত্ব দেখান তিনি। এটি ছিল বিশ্ব কুরআন প্রতিযোগিতার ১১তম আসর। কুয়েত আমির নওয়াফ আল-আহমেদ আল-জাবের আল-সাবাহর তত্ত্বাবধানে এ ইভেন্ট অনুষ্ঠিত হয়। দেশটির বার্তা সংস্থা কুনা সূত্রে এ তথ্য পাওয়া গেছে।

স্থানীয় সময় বুধবার হোটেল রেজিন্সির হল রুমে অনুষ্ঠিত বর্ণাঢ্য অনুষ্ঠানে তিন ক্যাটাগরির চূড়ান্ত বিজয়ীদের নাম ঘোষণা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন কুয়েতের শিক্ষা ও ইসলামিক বিষয়ক মন্ত্রী আব্দুল আজিজ মাজিদ, বিভিন্ন রাষ্ট্রে বিচারকের দায়িত্বপালনকারী মিশরের ড. ফুয়াদ আব্দুল মাজিদ, মিশরের বিশ্ববিখ্যাত কারী শায়েখ ড. জিবরিল, দুবাইয়ে অনুষ্ঠিত বিশ্ব কোরআন প্রতিযোগিতার উপস্থাপক শায়েখ যায়েদ প্রমুখ।

কুয়েতে ১১তম আন্তর্জাতিক কুরআন প্রতিযোগিতায় ছোটদের গ্রুপে প্রথম স্থান অধিকার করেছেন কেনিয়ার আবদুর রহমান মুসা আবদুল্লাহ। দ্বিতীয়স্থান অধিকার করেছেন গানার আবদুস সামাদ আদম। তৃতীয়স্থান অর্জন করেছেন বাংলাদেশের আবু রাহাত। চতুর্থস্থান অধিকার করেছেন আলজেরিয়ার মুহাম্মদ আবদুর রউফ। পঞ্চম স্থান অর্জন করেছেন লিবিয়ার আবদুর রাজ্জাক আহমাদ।

এর আগে বাংলাদেশ ধর্ম মন্ত্রণালয়ের অধীনে ইসলামিক ফাউন্ডেশন বায়তুল মোকাররম এ প্রতিযোগিতায় মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার দুই শিক্ষার্থী নির্বাচিত হন। তবে দুটি গ্রুপে এদেশের প্রতিনিধিত্ব করেন তারা। সেই দুই হাফেজ হলেন তাওহিদুল ইসলাম ও আবু রাহাত। এছাড়া আরেক বাংলাদেশি প্রতিযোগী কারি আবু সালেহ মুসা কিরাত বিভাগে প্রতিযোগিতায় অংশ নেন।

গত ১২ অক্টোবর কুয়েতের ধর্মমন্ত্রী আনুষ্ঠানিকভাবে এ কুরআন প্রতিযোগিতার উদ্বোধন করেন। সেসময় দেশটিতে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত আশিকুজ্জামানসহ ১১৭টি দেশের রাষ্ট্রদূত উপস্থিত ছিলেন।

এর আগের দিন সকালে কুয়েতের উদ্দেশে ঢাকা ছাড়েন হাফেজ তাওহিদুল ইসলাম ও আবু রাহাত। তাদের সঙ্গে ছিলেন মাদরাসার পরিচালক শায়েখ নেছার আহমাদ আন নাছিরী।

জানা যায়, হাফেজ আবু রাহাতের বাড়ি সিরাজগঞ্জে। তার বাবার নাম রমজান আলী। শায়েখ নেছার আহমাদ আন নাছিরী প্রতিষ্ঠিত রাজধানী ঢাকার যাত্রবাড়ীতে অবস্থিত মারকাজুত তাহফিজ ইন্টারন্যাশনাল মাদরাসার শিক্ষার্থী।

দশ ক্বিরাত প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে ইয়ামেন, দ্বিতীয় লিবিয়া, তৃতীয় আমেরিকা, চতুর্থ সোমালিয়া ও পঞ্চম দক্ষিণ আফ্রিকার দেশ- চাদের প্রতিযোগী।

পূর্ণ কোরআন ও তাজবীদ: প্রথম স্থান অর্জন করে আমেরিকা, দ্বিতীয় লিবিয়া, তৃতীয় কেনিয়া, চতুর্থ থাইল্যান্ড ও পঞ্চম মিশরের প্রতিযোগী।

মুজাওয়াদ (ক্বিরাত): প্রথম স্থান অর্জন করে ইন্দোনেশিয়া, দ্বিতীয় কুয়েত, তৃতীয় তানজানিয়া, চতুর্থ কোমোরোস ও পঞ্চম ফিলিস্তিনের প্রতিযোগী।

পূর্ণ কোরআন (ছোটদের): প্রথম স্থান অর্জন করে কেনিয়া, দ্বিতীয় ঘানা, তৃতীয় বাংলাদেশ, চতুর্থ আলজেরিয়া ও পঞ্চম লিবিয়ার প্রতিযোগী।

কোভিড-১৯ এর কারণে দুই বছর পর প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এতে বিদেশি প্রতিযোগী, বিচারক, অতিথি, সবমিলিয়ে উপস্থিত ছিলেন প্রায় ২০০ জন। শীর্ষ বিজয়ীরা ১ লাখ ৫২ হাজার কুয়েতি দিনার নগদ পুরস্কার পেয়েছেন।

আন্তর্জাতিক ক্বিরাত সংস্থা বাংলাদেশ এর মহাসচিব, শায়েখ সাদ সাইফুল্লাহ মাদানী এ তথ্য নিশ্চিত করেছেন।