• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

ঈদের সম্ভাব্য তারিখ জানাল আরব আমিরাত

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১১ মার্চ ২০২৩  

আগামী ২৩ মার্চ থেকে সংযুক্ত আরব আমিরাতসহ মধ্যপ্রাচ্যের বেশ কিছু দেশে রমজান মাস শুরু হবে। সে অনুযায়ী ২১ এপ্রিল পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হবে। এবার পবিত্র ঈদ হবে শুক্রবার। এমনটি জানিয়েছেন দেশটির জ্যোতির্বিদরা।

আন্তর্জাতিক জ্যোতির্বিজ্ঞান কেন্দ্র জানিয়েছে, ২২ মার্চ কিছু আরব দেশে চাঁদ দেখা যেতে পারে। সে অনুযায়ী ২৩ মার্চ থেকে আরব বিশ্বের কিছু দেশে পবিত্র রোজা শুরু হবে। এবার ২৯টি রোজা হওয়ার সম্ভাবনা রয়েছে।

সংযুক্ত আরব আমিরাতের জ্যোতির্বিদ বিভাগ জানিয়েছে, ২৩ মার্চ থেকে রোজা শুরু হলে বাংলাদেশ, পাকিস্তান এবং ভারতে রোজা শুরু হবে ২৪ মার্চ থেকে।

পবিত্র রমজান মাসকে কেন্দ্র করে পণ্যদ্রব্যের দাম সাধারণ মানুষের ক্রয় ক্ষমতার মধ্যে রাখা হয়েছে। দেশটিতে রমজান জুড়ে অনেক প্রতিষ্ঠান ৩০ থেকে ৪০ শতাংশ পর্যন্ত ছাড় দিয়ে যাচ্ছে।

পণ্যদ্রব্যের দাম নিয়ন্ত্রণে রাখতে দেশটির সরকার বাজারব্যবস্থা কঠোরভাবে মনিটরিং করছে।