• রোববার ১৯ মে ২০২৪ ||

  • জ্যৈষ্ঠ ৫ ১৪৩১

  • || ১০ জ্বিলকদ ১৪৪৫

বিশ্ব ইজতেমায় দ্বিতীয় পর্বে ৬ মুসল্লির মৃত্যু

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ৯ ফেব্রুয়ারি ২০২৪  

বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের শুরুতে ছয়জন মুসল্লি মারা গেছেন। তাদের মধ্যে চারজনের পরিচয় পাওয়া গেছে। বাকি দুজনের পরিচয় পাওয়া যায়নি।

বৃহস্পতিবার সন্ধ্যায় বিশ্ব ইজতেমার দ্বিতীয় পর্বের মিডিয়া সমন্বয়কারী মোহাম্মদ সায়েম এ তথ্য নিশ্চিত করেছেন। মৃতদের মধ্যে পাঁচজনই বার্ধক্যজনিত কারণে মারা গেছেন বলে জানান তিনি।

মৃত  হলেন শেরপুর সদর উপজেলার রামকৃষ্ণপুর গ্রামের মোহাম্মদ আবুল কালাম (৬৫), নেত্রকোণার কেন্দুয়া থানার কুতুবপুর গ্রামের মো. হেলিম মিয়া (৬৫) ও  দিনাজপুরের নবাবগঞ্জ থানার শিবনগর এলাকার মো. জহির উদ্দিন (৭০)। অপরজন সড়ক দুর্ঘটনায় মারা গেছেন লক্ষ্মীপুরের রামগতি উপজেলার বাসিন্দা আবুল কাশেম (৬৫)।

দুর্ঘটনায় আহত মুসল্লি মিলন মাঝি (৬০), বাদশা মিয়া (৪৫) ও রাজুকে (৪০) কে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল ভর্তি করা হয়েছে বলে নিশ্চিত করেছেন ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের পরিদর্শক বাচ্চু মিয়া।