• শুক্রবার ২০ সেপ্টেম্বর ২০২৪ ||

  • আশ্বিন ৪ ১৪৩১

  • || ১৫ রবিউল আউয়াল ১৪৪৬

মক্কায় বৃষ্টি, স্বস্তিতে হাজিরা

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৮ জুন ২০২৪  

টানা কয়েকদিন প্রচন্ড গরমের পর সৌদি আরবের মক্কা নগরীতে বৃষ্টি হয়েছে। এ বৃষ্টিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশের হজযাত্রীসহ স্থানীয়দের মধ্যে স্বস্তি নেমে এসেছে। প্রচণ্ড গরমে অনেক হাজিই অসুস্থ হয়ে পড়েছিলেন।

আল আরাবিয়ার খবরে বলা হয়, সোমবার দ্বিতীয় দিনের মতো প্রতীকীভাবে শয়তানকে পাথর মারেন হাজিরা। বেলা বাড়ার সঙ্গে সঙ্গে অনেক হাজি গরমে অসুস্থ হয়ে পড়েন। 

মঙ্গলবার পবিত্র কাবা শরীফ তাওয়াফ করার আগে তৃতীয়বারের মতো পাথর নিক্ষেপ করবেন হাজিরা। এরই মধ্যে দিয়ে পবিত্র হজ শেষ হবে।

প্রচণ্ড গরমে এবার হজযাত্রীদের হজ পালন করতে হয়েছে। সৌদি আরবের জাতীয় আবহাওয়া অফিস আগে থেকেই তাপমাত্রা নিয়ে সতর্ক করে। হজে এবার তামপাত্র প্রায় ৪৮ ডিগ্রিতে পৌঁছায়।

এ বছর বিশ্বের প্রায় ১৮ লাখ ৩ হাজার মুসল্লি হজ পালন করেন। গত বছর এ সংখ্যা ছিল ১৮ লাখ ৪ হাজার।