• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা রোধে ‌‘জাহাজী’র নতুন ডিজাইন

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৭ আগস্ট ২০২১  

পদ্মাসেতুর পিলারে ফেরির ধাক্কা কিংবা অনাকাঙ্ক্ষিত ঘটনা এড়াতে প্রযুক্তি নিয়ে বাংলাদেশের অভ্যন্তরীণ নৌপথের প্রযুক্তি সেবাদাতা প্রতিষ্ঠান ‌‘জাহাজী’ এগিয়ে এসেছে। আগামী সপ্তাহে জাহাজী ব্যবহারকারীদের জন্য প্রতিষ্ঠানটি নতুন একটি ডিজাইন অবমুক্ত করতে যাচ্ছে।

যেখানে পদ্মাসেতুর পিলার বরাবর দেওয়া থাকবে লাল মার্কার। জাহাজী সেবার নতুন এ ম্যাপে পদ্মাসেতুর জায়গায় এ রকম মার্কার বসানো হয়েছে। জাহাজী ডিভাইস বসানো ম্যাপে যেকোনো নৌযান এ মার্কারের কাছে এসে যদি গতি না কমায়, তাহলে সঙ্গে সঙ্গে এলার্ট চলে যাবে জাহাজ মালিক এবং কর্তৃপক্ষের কাছে।

সেতুর পিলার বরাবর যে লাল দাগ টানা রয়েছে, জাহাজ সেই দাগের সোজা গেলেও এলার্ট দেবে। যেটা কন্ট্রোল রুম থেকে দেখে আগে মাস্টারকে বা চালককে সতর্ক করা যাবে। এছাড়া জাহাজের ট্রিপ হিস্ট্রিও জানা যাবে। যাতে বিনা কারণে জাহাজের মালিক বা মাস্টারকে এর দায় নিতে না হয়।

জাহাজীর সহ-প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) কাজল আব্দুল্লাহ জানান, একবার ধাক্কা লেগে গেলে কোটি টাকা খরচ করেও তার দায় এড়ানো যায় না। ফেরির চালককে বরখাস্ত করা বা ফেরি বন্ধ করে দেয়াও কোনো উপযুক্ত সমাধান নয়। তাই দুর্ঘটনার ঘটার আগেই প্রতিকারই সবচেয়ে ভালো সমাধান।