• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

‘সরকারের সেবা ডিজিটাল করা হয়েছে’ 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১০ ফেব্রুয়ারি ২০২৩  

 
প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সচিব ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেছেন, প্রবাসীদের সেবা সংশ্লিষ্ট প্রতিষ্ঠান বা ব্যক্তি যদি সেবা দিতে ব্যত্যয় করেন, সেক্ষেত্রে সরকার জিরো টলারেন্স নীতি গ্রহণ করে। সরকারের যাবতীয় সেবা মানুষের দোরগোড়ায় পৌঁছে দেওয়ার ব্যবস্থা করা হয়েছে। এজন্য অনেকগুলো সেবা সহজ ও ডিজিটালাইজ করা হয়েছে।

শুক্রবার সকালে পটুয়াখালী কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র (টিটিসি) পরিদর্শনে এসে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এসব কথা বলেন তিনি।

ড. আহমেদ মুনিরুছ সালেহীন বলেন, দেশে-বিদেশে প্রবাসীদের হয়রানিরোধে বিভিন্ন পদ্ধতিতে কাজ করা হয়েছে। এছাড়া প্রবাসী কল্যাণ ডেস্ক, জেলা প্রশাসনের মোবাইল কোর্ট ও নিজস্ব কিছু সিস্টেম ব্যবহার করে হয়রানিরোধে কাজ করা হচ্ছে।

তিনি আরো বলেন, প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের কোনো সেবা নিতে গিয়ে যদি অনিয়মের ঘটনা ঘটে, সেক্ষেত্রে সরকার জিরো টলারেন্স জিরো টলারেন্স নীতি গ্রহণ করবে। আপনারা আমাদের জানালে, আমরা ব্যবস্থা নেব।

এর আগে, তিনি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের প্রশিক্ষণ কার্যক্রম পরিদর্শন, প্রশিক্ষণার্থী, সেবা দাতা ও সেবাপ্রত্যাশীদের সঙ্গে মতবিনিময় করেন।