• বুধবার ২৪ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ১০ ১৪৩১

  • || ১৪ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
যুদ্ধের অর্থ জলবায়ু পরিবর্তনে ব্যয় হলে বিশ্ব রক্ষা পেত- প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে সর্বোচ্চ বিদ্যুৎ উৎপাদনের রেকর্ড মেডিকেল কলেজের ক্লাস অনলাইনে নেয়ার নির্দেশ স্বাস্থ্যমন্ত্রীর ‘গণতান্ত্রিক রীতিনীতি না মানলে জনগণই বিএনপিকে প্রতিহত করবে’ লালমনিরহাটে হত্যা মামলায় বিএনপির দুই নেতা কারাগারে

মাসে ১২০০ টাকায় ফেসবুকে ভেরিফায়েড অ্যাকাউন্ট

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২০ ফেব্রুয়ারি ২০২৩  

অর্থের বিনিময়ে ‘নীল টিক ব্যাজ’ বা অ্যাকাউন্ট ভেরিফিকেশনের সেবা দেবে ফেসবুক, ইনস্টাগ্রাম ও হোয়াটসঅ্যাপের মালিকানা প্রতিষ্ঠান মেটা। ফেসবুকের প্রতিষ্ঠাতা মার্ক জাকারবার্গ রোববার তার ফেসবুক প্রোফাইলে একটি পোস্ট করে এ ঘোষণার কথা জানান।

টুইটারের নতুন মালিক ইলন মাস্ক গত বছরের নভেম্বরে অর্থের বিনিময়ে অ্যাকাউন্ট ভেরিকেশন সুবিধা চালু পর ফেসবুকে এমন ব্যবস্থা চালু হতে যাচ্ছে।

মেটার এই প্রিমিয়াম ভেরিফিকেশন সুবিধা ব্যক্তিগত অ্যাকাউন্ট বা প্রোফাইলের ক্ষেত্রে প্রযোজ্য হবে। ওয়েবে এ সুবিধা পেতে প্রতি মাসে ১২ মার্কিন ডলার বা প্রায় ১২০০ টাকা এবং আইওএস প্ল্যাটফর্মে প্রতি মাসে ১৫ মার্কিন ডলার বা ১৫০০ টাকা খরচ করতে হবে।

প্রাথমিকভাবে এ সপ্তাহে অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ডে এ সেবা চালু হতে যাচ্ছে।