• মঙ্গলবার   ২১ মার্চ ২০২৩ ||

  • চৈত্র ৬ ১৪২৯

  • || ২৬ শা'বান ১৪৪৪

সর্বশেষ:
জনগণ বিএনপি-জামায়াতকে আর ক্ষমতায় আসতে দেবে না: প্রধানমন্ত্রী তথ্য-প্রযুক্তি ও যোগাযোগ খাতে বাংলাদেশে বিপ্লব ঘটেছে: স্পিকার বঙ্গবন্ধু ও মুক্তিযুদ্ধের প্রশ্নে কখনো আপস নয়-পানিসম্পদ উপমন্ত্রী ১১০০ রোহিঙ্গাকে প্রত্যাবাসনের প্রক্রিয়া চলছে: পররাষ্ট্র সচিব ভারতকে চট্টগ্রাম ও সিলেট বন্দর ব্যবহারের প্রস্তাব প্রধানমন্ত্রীর

স্বয়ংক্রিয়ভাবে গ্রুপ মুছে ফেলার সুবিধা আসছে হোয়াটসঅ্যাপে

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ১৬ মার্চ ২০২৩  

হোয়াটসঅ্যাপে পাঠানো বার্তা নির্দিষ্ট সময় পর স্বয়ংক্রিয়ভাবে মুছে ফেলা যায়। এ জন্য বার্তা পাঠানোর আগে সময় নির্ধারণ করে দিতে হয়। কিন্তু এবার শুধু বার্তা নয়। গ্রুপসহ মুছে ফেলার সুবিধা নিয়ে এলো সামাজিক যোগাযোগমাধ্যম অ্যাপ হোয়াটসঅ্যাপ। খবর ওয়েব বেটা ইনফোর।

কোনো নির্দিষ্ট দিন অথবা উপলক্ষে অনেক সময় বন্ধুরা গ্রুপ খুলে থাকেন। কিন্তু সেই দিবসটি পার হয়ে গেলেও গ্রুপটি থেকে যায়। কিন্তু এখন থেকে ‘এক্সপায়ারিং গ্রুপ’ সুবিধা চালু হলে নির্দিষ্ট দিন বা অনুষ্ঠান শেষে স্বয়ংক্রিয়ভাবে হোয়াটসঅ্যাপ থেকে নির্দিষ্ট গ্রুপ মুছে যাবে। ফলে অপ্রয়োজনীয় গ্রুপের সঙ্গে যুক্ত থাকতে হবে না।

‘এক্সপায়ারিং গ্রুপ’ সুবিধা ব্যবহারের জন্য গ্রুপ খোলার সময়ই মুছে ফেলার দিনক্ষণ নির্ধারণ করে দিতে হবে। গ্রুপে যুক্ত হওয়ার সময় অন্য সদস্যরা মুছে ফেলার সময় জানতে পারবেন। ফলে চাইলেই গ্রুপে আদান-প্রদান করা গুরুত্বপূর্ণ তথ্য আগে থেকে সংগ্রহ করা যাবে। প্রাথমিকভাবে আইফোনে এই সুবিধা চালু হবে। পরে অন্যান্য প্লাটফর্মে এই সুবিধা চালু হবে।