• সোমবার ২৯ মে ২০২৩ ||

  • জ্যৈষ্ঠ ১৫ ১৪৩০

  • || ০৮ জ্বিলকদ ১৪৪৪

সর্বশেষ:
১১ টোল প্লাজায় বাধ্যতামূলক হচ্ছে ই-টোল আরো ৪ এতিম ভবন নির্মাণ করেছে কাতার চ্যারিটি গাইবান্ধায় বিএনপির ১৯ নেতাকর্মী গ্রেফতার পঞ্চগড়ে হেরোইনসহ নারী আটক ‘জামায়াত-বিএনপির দোসররা তালিমের নামে মহিলাদের বিভ্রান্ত করছে’

ঘরে-বাইরে আপনাকে শীতল রাখবে মিনি এসি

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৫ মে ২০২৩  

রাজধানীসহ দেশের বেশ কয়েকটি বিভাগের গ্রীষ্মের তীব্র দাবদাহে জনজীবন অতিষ্ঠ হয়ে উঠেছে। এ পরিস্হিতিতে বাইরে বের হওয়ার উপায় নেই। আবার ঘরে বসেও শান্তি নেই।

তবে এমন পরিস্থিতিতে ঘরে এসি চালিয়ে কিছুটা স্বস্তি পেতে পারেন। কিন্তু বাইরে বের হলে তো আর এসি নিয়ে চলাফেরা করতে পারবেন না।

এ সমস্যার সমাধানে ব্যবহার করতে পারেন একটি ওয়াটার স্প্রে ফ্যান বা পোর্টেবল ইউএসবি ফ্যান। এ মিনি ফ্যান যেমন আপনি রাস্তায় নিয়ে ঘুরতে পারবেন, তেমনই আবার ডেস্কেও রাখতে পারবেন। এটিকে মিনি এসিও বলা যায়। বিভিন্ন অনলাইন শপ থেকে ৪-৫ হাজার টাকায় এ স্মার্ট কুলিং ফ্যান কেনা যাবে। 

এ মিনি এসিতে একটি এলইডি লাইটও রয়েছে। এর ভেতরে আপনি পানি ও বরফের কিছু টুকরো ফেলে দিলেই এটি আপনাকে ব্যাপক ঠান্ডা হাওয়া দিতে পারে। টাইপ সি ক্যাবল দিয়ে যে কোনো জায়গায় ডিভাইসটি চালাতে পারবেন।