– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –
  • সোমবার ০২ অক্টোবর ২০২৩ ||

  • আশ্বিন ১৭ ১৪৩০

  • || ১৬ রবিউল আউয়াল ১৪৪৫

সর্বশেষ:
বিশ্বকাপে বাংলাদেশ দল নিয়ে আশাবাদী প্রধানমন্ত্রী শেখ হাসিনা গঙ্গাচড়ায় জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষে আলোচনা সভা ও চেক বিতরণ নিরাপদ সড়ক চাই পীরগঞ্জ উপজেলা কমিটি গঠনের লক্ষ্যে মতবিনিময় সভা নীলফামারীতে মসজিদের ভেতরে সন্ত্রাসী হামলায় দুই মুসল্লি আহত, আটক ২ রংপুরে ৫০ লাখ ছাগল-ভেড়া পাবে পিপিআর টিকা

অশুভ শক্তির বিরুদ্ধে আন্দোলন গড়তে হবে: টেলিযোগাযোগমন্ত্রী

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২৯ মে ২০২৩  

 
ডাক ও টেলিযোগাযোগমন্ত্রী মোস্তাফা জব্বার বলেছেন, বাঙালির জীবনে আরেকটি লড়াই প্রয়োজন। সে লড়াই সংস্কৃতির লড়াই। আমাদের জাতি সত্তার উত্থানে সাংস্কৃতিক আন্দোলন মুখ্য ভূমিকা পালন করেছে। ঢাকার আইডিইবি ভবনে রোববার তিনদিন ব্যাপী বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক উৎসবের আলোচনা সভায় এ কথা বলেন তিনি। বৃহত্তর ময়মনসিংহ সাংস্কৃতিক ফোরাম এ সভার আয়োজন করে।

প্রধান অতিথির বক্তব্যে টেলিযোগাযোগমন্ত্রী বলেন, বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধুর নেতৃত্বে রাজনৈতিক ও সাংস্কৃতিক লড়াই করে আমরা বিজয়ী হয়েছি। মুক্তিযুদ্ধের পরাজিত শত্রু এদেশীয় দোসরদের পঁচাত্তর পরবর্তী ভূমিকা আমরা দেখেছি। উন্নয়ন বিরোধী এ অশুভ শক্তির বিরুদ্ধে সাংস্কৃতিক আন্দোলন গড়ার জন্য সাংস্কৃতিক কর্মীদের এগিয়ে আসতে হবে।

তিনি বলেন, সাংস্কৃতিক আন্দোলনের জন্য সাংস্কৃতিক উৎসব করা প্রয়োজন। বৃহত্তর ময়মনসিংহের প্রতিটি জনপদে সাহিত্য সংস্কৃতির বিকাশ ঘটেছে। শেকড় থেকে উঠে আসা এসব সংস্কৃতি আমাদের জাতীয় সম্পদ। এগুলো সংরক্ষণের পাশাপাশি দেশব্যাপী ছড়িয়ে দিতে হবে।