• শনিবার ২০ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৭ ১৪৩১

  • || ১০ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
বাংলাদেশের জাতীয় পতাকার অন্যতম নকশাকার বীর মুক্তিযোদ্ধা শিব নারায়ণ দাস, আজ ৭৮ বছর বয়সে মৃত্যুবরণ করেছেন। বন্যায় দুবাই এবং ওমানে বাংলাদেশীসহ ২১ জনের মৃত্যু। আন্তর্জাতিক বাজারে আবারও বাড়ল জ্বালানি তেল ও স্বর্ণের দাম। ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

শিরোপা দুঃখ ভুলতে চায় বসুন্ধরা, ছাড়বে না শেখ রাসেল

নীলফামারি বার্তা

প্রকাশিত: ২৫ ডিসেম্বর ২০১৮  

বাংলাদেশ ফুটবল ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ‘ওয়ালটন স্বাধীনতা কাপ ২০১৮’ এর ফাইনালে জায়গা করে নিয়েছে নবাগত টিম বসুন্ধরা কিংস ও শেখ রাসেল ক্রীড়া চক্র লিঃ। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে ফাইনালে দুই দল মুখোমুখি হবে বুধবার বিকাল ৪:৩০ টায়।

এ উপলক্ষ্যে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের প্রেস কনফারেন্স রুমে ‘প্রি ম্যাচ প্রেস কনফারেন্সে’ এ উপস্থিত হন দুই দলের প্রধান প্রশিক্ষক ও অধিনায়ক।

শেখ রাসেল ক্রীড়া চক্র লিঃ এর পক্ষ হতে প্রধান প্রশিক্ষক জনাব এ. কে এম. সাইফুল বারী টিটু, ও অধিনায়ক জনাব আশরাফুল ইসলাম রানা। বসুন্ধরা কিংস্ এর পক্ষে উপস্থিত ছিলেন প্রধান প্রশিক্ষক অস্কার ব্রুজন ও ইমন বাবু।

 

1.শিরোপা দুঃখ ভুলতে চায় বসুন্ধরা, ছাড়বে না শেখ রাসেল

এক মাসের মধ্যে দুইবার কোন টুর্নামেন্টের ফাইনালে উঠল নবাগত টিম বসুন্ধরা কিংস। প্রথমবার শিরোপা বঞ্চিত দল এইবার শিরোপার জন্য মুখিয়ে আছে। যা কোচ ও অধিনায়কের মুখ থেকেই শোনা যায়।

বসুন্ধুরা কিংস্ এর কোচ ও খেলোয়াড় বলেন আমরা ২য় বারের মত আমরা ফাইনালে এসেছি। ফেডারেশন কাপ ফাইনালের পরাজয়ের দুঃখ মুছে এবার সেরা খেলাটি উপহার দিয়ে আমরা স্বাধীনতা কাপে চ্যাম্পিয়ন হবো।

শেখ রাসেল ক্রীড়া চক্র লিঃ দীর্ঘদিন পর কোন শিরোপার এত কাছে এসেছে। তাই তারা এই শিরোপার জন্য মরিয়া। তাদের কন্ঠেও জয়ের সুর।

শেখ রাসেল ক্রীড়া চক্র লিঃ এর কোচ ও অধিনায়ক বলেন যে, আমরা ফাইনালে ভাল খেলা উপহার দিয়ে চ্যাম্পিয়ন হবো। টুর্নামেন্টে দল হিসেবে আমরাই ফেভারিট তবে আমাদের দলের খেলোয়াড়রা ভাল খেললে ফলাফল আমাদের অনুকুলে থাকবে।

‘ওয়ালটন স্বাধীনতা কাপ ২০১৮’ এর ফাইনাল খেলা বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়াম হতে বাংলাদেশ টেলিভিশনের মাধ্যমে সরাসরি সম্প্রচার ও বাংলাদেশ বেতারের মাধ্যমে সরাসরি ধারাভাষ্য প্রচার করা হবে।