• শুক্রবার ১৯ এপ্রিল ২০২৪ ||

  • বৈশাখ ৬ ১৪৩১

  • || ০৯ শাওয়াল ১৪৪৫

সর্বশেষ:
ইসরায়েলের হামলার পর প্রধান দুটি বিমানবন্দরে ফ্লাইট চলাচল শুরু। ইসরায়েল পাল্টা হামলা চালিয়েছে ইরানে।

বোলিং-ব্যাটিং র‌্যাঙ্কিংয়ে সাকিবের ধামাকা 

– নীলফামারি বার্তা নিউজ ডেস্ক –

প্রকাশিত: ২২ জুলাই ২০২১  

ওয়ানডে সিরিজে স্বাগতিক জিম্বাবুয়েকে হোয়াইওয়াশ করেছে সফরকারী বাংলাদেশ। এ সিরিজে সেরা খেলোয়াড় হয়েছেন সাকিব আল হাসান। সিরিজ জুড়ে সাকিবের অলরাউন্ড পারফরম্যান্সের প্রতিফলন আইসিসির সাপ্তাহিক র‍্যাঙ্কিংয়েও দেখা গেছে। 

অলরাউন্ডারের তালিকায় আগে থেকেই শীর্ষে থাকা সাকিব ওয়ানডেতে ব্যাটিংয়ে এগিয়েছেন ৩ ধাপ। বোলারদের তালিকায় ৯ ধাপ এগিয়ে এখন সেরা দশে আছেন সাকিব।

জিম্বাবুয়ের বিপক্ষে তিন ম্যাচ ওয়ানডে সিরিজে বল হাতে ৮ উইকেট শিকার করেছেন সাকিব। সাকিবই ছিলেন সিরিজের সর্বোচ্চ উইকেটশিকারি। এতেই ওয়ানডে বোলারদের তালিকায় ৮ নম্বরে উঠে এসেছেন সাকিব।

জিম্বাবুয়ে সিরিজ দিয়ে রানের খরা কাটিয়ে উঠেছেন সাকিব। সিরিজের প্রথম ম্যাচে ১৯ রানের ছোট্ট ইনিংসেই ছন্দে ফেরার ইঙ্গিত দিচ্ছিলেন এ বাঁহাতি অলরাউন্ডার। দ্বিতীয় ওয়ানডে ম্যাচে সাকিবের ৯৬ রানের অপরাজিত ইনিংসটি বাংলাদেশকে চাপের মুখেও ম্যাচ জেতাতে সহায়তা করে।

সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে সাকিবের ৩০ রানের ইনিংসেও ছিল অসাধারণ। ব্যাটিং উন্নতি করে সাকিব র‍্যাঙ্কিংয়ে এগিয়েছেন তিন ধাপ, তার অবস্থান এখন র‍্যাঙ্কিংয়ের ২৮ নম্বরে।